মোবাইলে এসএমএসেরএর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম - মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম ।
বর্তমান সময়ে পৃথিবীর সকল জায়গা থেকে সকল শ্রেণীর মানুষের খুব সহজেই রেজাল্ট
দেখতে পারে। তাই আপনাদের জন্য আজকে যে সকল পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। কিভাবে
আপনারা মোবাইলে এসএমএসেরএর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম।ও মাদ্রাসার রেজাল্ট
দেখার নিয়ম ও অন্যান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এর বিষয়ে বিস্তারিতভাবে
আলোচনা করেছি। তাই পরীক্ষার রেজাল্ট দেখা সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে
নিম্নে ভালোভাবে পড়ুন।
জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, সহ বিভিন্ন উচ্চমাধ্যমিক ফলাফল দেখার
নিয়ম খুব সহজে উপস্থাপন করেছি। এই আর্টিকেল থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার
দিয়ে রেজাল্ট দেখার নিয়ম, মাদ্রাসার রেজাল্ট দেখারনিয়ম,ও জেডিসি রেজাল্ট
দেখারনিয়ম,এছাড়াও বিভিন্ন ধরনের রেজাল্ট দেখার নিয়ম, সম্পর্কে জানতে পারবেন এই
আর্টিকেলে থেকে।
পোস্ট সচিপত্রঃ ,
ভূমিকা
তাই পরীক্ষার সকল উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য আপনারা খুব মনোযোগ সহকারে এই
আর্টিকেলটি পড়লে সকল উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে
পারবেন। তাই সকল বিষয় সম্পর্কে জানতে চাইলে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ
সহকারে পরুন।
রেজাল্ট দেখার ওয়েবসাইট
উপরে হেডিং এ আপনাদেরকে বলে দিয়েছি যে, জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম,
সহ সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখা যাবে এগুলো স্টেপ বাই স্টেপ
উল্লেখ করেছি। যেগুলো বিষয় নিয়ে নিম্নে আলোচনা করেছি এগুলো আপনারা খুব ভালোভাবে
জানতে পারলে মাত্র কয়েক মিনিটেই উচ্চমাধ্যমিক সকল রেজাল্ট বের করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ এলোভেরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা
পরীক্ষার পর থেকেই বেশিরভাগই শিক্ষার্থী জানতে চায় রেজাল্ট দেখার ওয়েবসাইট
কোনটি। তাই এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত ভাবে জানতে চান? তাহলে অবশ্যই নিম্নে
খুব ভালোভাবে পড়ুন। তাহলে পরীক্ষার রেজাল্ট দেখার সম্পর্কে আপনি খুব ভালোভাবে
জানতে পারবেন।
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম
অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের রোল নাম্বার মনে থাকে না কিন্তু রেজিস্ট্রেশন
নাম্বার ঠিকই মনে থাকে। এর কারণ হলো জেডিসি পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন
নাম্বার থাকে ঠিক সেই রেজিস্ট্রেশন নাম্বারই এসএসসি পরীক্ষায় হুবহু একই থাকে। এই
কারণে অনেকের রোল নম্বর চেয়ে রেজিস্ট্রেশন নম্বর বেশি মনে থাকে।
আপনাদের মধ্যে অনেকেই বলে থাকে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখা
কিভাবে সম্ভব। কিন্তু রোল নম্বর ছাড়াও রেজাল্ট দেখতে পারো সম্ভব। কিন্তু সব
বিষয় নয়। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শুধু অনার্স এর রেজাল্ট দেখা যায় প্রথম
বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ। অনার্স ব্যতীত অন্য কোন
রেজাল্ট দেখা যাবে না।
যেমন এসএসসি, এইচএসসি, দাখিল, এগুলো পরীক্ষার রেজাল্ট রেজিস্ট্রেশন নম্বর দিয়ে
দেখা সম্ভব নয়। শুধু অনার্স এর রেজাল্ট রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখতে পারবেন।
আপনি যদি অনার্সের রেজাল্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে চাই তাহলে আপনাকে
অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।
এবং আপনাকে সার্চ করতে হবে নিউ রেজাল্ট বিডি এবং আপনার সামনে যে ওয়েবসাইট চলে
আসবে ওই ওয়েবসাইটে আপনার প্রবেশ করতে হবে। এবং আপনার সামনে একটি বক্স চলে
আসবে।সেখানে আপনার বিশ্ববিদ্যালয় এন্ড কোন বর্ষে থেকে আপনি রেজাল্ট দেখতে চান।
সেগুলো পূরণ করে Submit করে দিন। তাহলে আপনার রেজাল্ট আপনার সামনে চলে
আসবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম
আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে, জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন
কোর্সের রেজাল্ট যাচাই করা খুব সহজ একটি বিষয়। রেজাল্ট চেক করার অনেক গুলো টিপস
রয়েছে বা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে রোল
নম্বর দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বা সার্টিফিকেট কোর্স অনার্স ও
মাস্টার রেজাল্ট বের করে নিতে পারেন।
মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম
দাখিল মাদ্রাসার রেজাল্ট দেখার অনেক সহজ পদ্ধতি রয়েছে যেমন গুগল ক্রোম ব্রাউজারে
গিয়ে সার্চ করতে হবে। Education Board Bangladaesh এই ওয়েবসাইট থেকে অনলাইনে
রেজাল্ট দেখা অনেক সহজ পদ্ধতি।
গুগল ক্রোম ব্রাউজারে Education Board Bangladaesh সার্চ করার
পর ওপরের বক্স মত আপনার কাছে ওপেন হবে। এখানে আপনার পরীক্ষার নাম, কত সালে
পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার সাল, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এবং আপনার কাছে যে
যোগফল আসবে যোগ করে Submit করে দিতে হবে।
আরো পড়ুনঃ আজওয়া খেজুরের উপকারিতা হাদিস
যেমন এখানে এসেছেচ 9+9=18 এরকম আপনার কাছে যে যোগফল আসবে সেটা
দিয়ে Submit করে দিলেই আপনার রেজাল্ট আপনার কাছে চলে আসবে।
উদাহরণস্বরূপ বললাম আপনার কাছে যে যোগফল আসবে সেটা
দিয়ে Submit করে দিবেন।
মোবাইলে এসএমএসে মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
মোবাইলে এসএমএস এর মাধ্যমেও সকল বোর্ডের রেজাল্ট বের করে নিতে পারবেন। যেকোনো
একজন ছাত্রের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুব সহজেই এসএমএস এর
মাধ্যমে, যে কারো রেজাল্ট বের করে নিতে পারেন।
এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট বের করে নিতে চান।
তাহলে নিম্নের উদাহরণস্বরূপ পদ্ধতিতে এসএমএস করে আপনার রেজাল্ট
বের করে নিন।
যেমনঃ
প্রথম স্টেপঃ সর্বপ্রথম আপনি যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার নাম
সম্পূর্ণ ইংরেজি অক্ষরে লেখুন। যেমন মাদ্রাসা বোর্ড এর
জন্য DAKHIL । দাখিল লেখার পরে একটি স্পেস দিন।
দ্বিতীয় স্টেপঃ আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সে
বোর্ডের তিন অক্ষর। যেমন MAD । এরপর একটি
স্পেস দিন
তৃতীয় স্টেপঃ পরীক্ষার্থীর
যে রোল নম্বর রয়েছে সম্পূর্ণ ইংরেজি অক্ষরে লিখুন।
এরপরে স্পেস দিন।
চতুর্থ স্টেপঃ পরীক্ষার্থী যে বছর পরীক্ষা দিয়েছে ওই বছর ইংরেজি
অক্ষর দিয়ে লেখুন।
যেমন 2022 কিংবা 2023 কিংবা যে বছর পরীক্ষা
দিয়েছে সে বছরের নাম দিন।
এগুলো লেখা সম্পূর্ণ হলে 16222 নম্বরে পাঠিয়ে দিন। এরপরেও
বুঝতে না পারলে নিম্নে উদাহরণস্বরূপ তুলে ধরা হলোঃ
DAKHIL< স্পেস > MAD < স্পেস > 202544 < স্পেস > 2022 Send
to 16222
নিম্নে দিউয়া বোক্স, কি ভাবে পুরোন কোরবেন তা নিম্নে দিউয়া হোলোঃ
আরো পড়ুনঃ আমলকি খাওয়ার নিয়ম ও ২০টি উপকারিতা
একইভাবে জেএসসি রেজাল্ট দেখার নিয়ম , এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ,
এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ,দাখিল মাদ্রাসা রেজাল্ট দেখার নিয়ম , আলেম
মাদ্রাসা রেজাল্ট দেখার নিয়ম , সব একই রকম ভাবেই দেখতে পারবেন খুব সহজেই।
লেখকের মন্তব্য
বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনাদের রেজাল্ট বের করে নিতে
পারেন। বা এসএমএসের মাধ্যমেও আপনার রেজাল্ট বের করে নিতে পারেন খুব সহজেই।
আমার এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন।
তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে দিবেন। যাতে সবাই
পরীক্ষার রেজাল্ট সম্পর্কে বা কিভাবে চেক করতে হয় রেজাল্ট বিস্তারিতভাবে জানতে
পারি ধন্যবাদ।
ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url