চ্যাটিংয়ে মেয়ে পটানোর প্রশ্ন - মেসেঞ্জারে মেয়ে পটানোর মেসেজ - মেয়েপটানোর মিষ্টিকথা।

প্রিয় পাঠক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, কিভাবে অপরিচিত মেয়েদের সাথে ফেসবুকে বা মেসেঞ্জারে চ্যাটিং করা যায় এবং একটি মেয়েকে কি ভাবে পোটিয়ে নিউয়া জাই। এই সোকোল সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি তাই কিভাবে চ্যাটিংয়ে মেয়ে পটানোর প্রশ্ন মেসেঞ্জারে মেয়ে পটানোর মেসেজ ও মেয়েপটানোর মিষ্টিকথা এছাড়াও অন্যান্য টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই মেয়ে পটানোর বিষয় সম্পর্কে জানতে চাইলে নিচে মনোযোগ সহকারে পড়ুন।

চ্যাটিংএ মেয়ে পটানোর প্রশ্ন

আপনারা স্কুল কলেজ ভার্সিটি চোলা ফিরার পোথে বিভিন্ন ধরনের মেয়ে আপনারা পছন্দ করে থাকেন। কিন্তু আপনারা সঠিকভাবে জানেন না যে, কি ভাবে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা জায় তা আপনারা অনেকেই জানেন না? তাই আপনাদেরকে আজে জানাবো যে কিভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলা যায় এই সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে কিভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলা যায় এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন। তবে আপনি জানতে পারবেন যে কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় বা প্রেমের ফাঁদে ফেলা জায় এ বিষয়ে জানতে সম্পূর্ণ আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন। "ধন্যবাদ"
পোস্ট সূচিপত্রঃ

ভূমিকা

এই পোস্টটি আপনারা পড়লে মেয়েদেরকে একদম হাতের মুঠোয় আনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই পোস্টটিতে মেয়ে পটানোর বিভিন্ন টিপস গুলো তুলে ধরা হয়েছে, যেমন চ্যাটিং এ মেয়ে পটানোর প্রশ্ন, মেসেঞ্জারে মেয়ে পটানোর মেসেজ,
অপরিচিত মেয়ে পটানোর মেসেজ,মেয়ে পটানোর মিষ্টি কথা,ফেসবুকে মেয়ে পটানোর মেসেজ,মেয়ে পটানোর মজার কথা,মেয়ে পটানোর টিপস, এ সকল বিষয়ে জানতে নীচে খুব মনোযোগ সহকারে পড়ুন।

চ্যাটিংয়ে মেয়ে পটানোর প্রশ্ন

আপনারা যে মেয়েকে পছন্দ  করেন তার সাথে কথা বলার চেষ্টা করেন এবং কথা বলারও এমন  কিছু কমন বিষয় প্রশ্ন করে থাকি। যা মেয়েরা শোনার পরেও ইমপ্রেস হয় না। এবং এমন কিছু ভুলভাল প্রশ্ন করি যে কোথায় আছো, কি কর, কি খাইছো, 
এগুলো প্রশ্ন করার পরে ইমপ্রেস হওয়ার বদলে আরো বিরক্ত বোধ করে। এবং আমাদেরকে লজ্জা জনিত কথা শুনিয়ে দেয়। তাই আপনাদেরকে এমন কিছু ইন্টারেস্টিং কথা বলতে হবে, যাতে আপনার উপরে আকৃষ্ট হয়ে পড়ে।

তাই আপনাদেরকে মেয়েদের সামনে সুন্দরভাবে কথা বলার কয়েকটি টিপস দেওয়া  হলোঃ

  • তার সাথে নম্র ভদ্র ও শুদ্ধ ভাষায় কথা বলতে হবে।
  • তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে।
  • সে যেগুলো ছোট ছোট আবদার করবে সেগুলো পূরণ করতে হবে।
  • তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলা এবং তাদের প্রশংসা করা।
  • তার সঙ্গে হাসিখুশি ভাবে কথাবার্তা বলা।
  • তার সঙ্গে রোমান্টিক প্রেম-ভালোবাসা কথাবার্তা বলা।
  • এবং তার মনকে বা মনের ভেতর কার কথা কৌশল করে বের করে নেওয়া।
  • এবং আপনি সব সময় স্মার্ট হয়ে তার কাছে যাওয়া বা দেখা করার ইত্যাদি।

মেসেঞ্জারে মেয়ে পটানোর মেসেজ 

ভারত বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলিতেও ফেসবুক অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এক কথায় বলা যায় বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগের মধ্যে অন্যতম মাধ্যম হলো ফেসবুক। বাংলাদেশ ভারত এবং অন্যান্য দেশগুলির মধ্যে ফেসবুক একটি অন্যতম প্লাটফর্ম যা দ্বারা মানুষ যোগাযোগের করতে পারে।

তাই ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে মেসেঞ্জার মেসেঞ্জারে অডিও, ভিডিও, এবং মেসেজ এর মাধ্যমেও কথাবার্তা বলা যায়। স্বাভাবিকভাবে ছেলে মেয়ে উভয় ফেসবুক মেসেঞ্জার চালায়। যার মাধ্যমে পরিচিত অপরিচিত সবাই কথোপকথন করতে পারে মেসেঞ্জারের মাধ্যমে।
যার মাধ্যমে অনেক ছেলে-মেয়ে পছন্দ করে থাকে এবং তারা তাদেরকে পটানোর অনেক চেষ্টা করে থাকে। তাই কিভাবে মেয়েকে প্রেম নিবেদন বা প্রেমের প্রস্তাব কিভাবে দিবেন সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

আপনারা জেনে থাকবেন মেসেঞ্জারে একটি যোগাযোগের মাধ্যম। তাই আপনি যে মেয়েকে পটাতে চান। ভালো ভাবে এবং সুন্দর ভাষায় অধিক সময় নিয়ে কথা বলার চেষ্টা করুন। মেয়েটির কথার ব্যবহার দেখে জানার চেষ্টা করুন তার মনের ভেতরকার সকল বিষয়।

এবং আপনার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল আগ্রহে থাকবে এমন কথা বলে প্রেস করার চেষ্টা করুন। প্রতিটা মেয়ে নিজেকে অন্যের চেয়ে আলাদা মনে করে।

এবং আপনি যে মেয়েটিকে পছন্দ করেন তার বেশি বেশি প্রশংসা করবেন এবং অন্য মেয়ের চাইতে অধিক জ্ঞানী বুদ্ধিমতী ভালো ইত্যাদি ইত্যাদি বিষয় বলে তার প্রশংসা করবেন তাহলে ওই মেয়েটি অবশ্যই খুশি হবে এবং আপনার প্রেমের ফাঁদে অবশ্যই পড়বে।
আপনি যেভাবে অপোরিচিতো মেয়েকে পোটাবেন তার কোয়েক্টি টিপস তুলে ধোরা হোলোঃ

  • ছেলেঃ হ্যালো, প্রিয়া ,একটু কথা বলতাম যদি রিপ্লে দিতা।
  • মেয়েঃ সরি, আমি অপরিচিত ছেলের সাথে কথা বলি না।
  • ছেলেঃ শুনেন না জাস্ট একটা কথা বলার ছিল।
  • মেয়েঃ আহারে বলেছি তো আমি অপরিচিত ছেলের সাথে কথা বোলি না।
  • ছেলেঃ আজ আপনি সুন্দরী আর আমি গরিব বলে কি কোথা বলতে চান না
  • মেয়েঃ আরে ভাই আখানে সুন্দরী আর গরিবের কি আছে।
  • ছেলেঃ তাহলে বলছি জাস্ট একটা কথা জানার ছিলো।
  • মেয়েঃ ভাই আপনি কি পাগল নাকি।
  • ছেলেঃ ওই চিকনি।
  • মেয়েঃ What.
  • ছেলেঃ না মানে সুন্দরী মেয়েরা ভাইয়া ডাকলে আমার গরম হোয়ে যায়।
  • মেয়েঃ গরম হয়ে যায় মানে।
  • ছেলেঃ ওই আমার মাথার কথা বলছি।
  • মেয়েঃ মাথা মানে।
  • ছেলেঃ আরে আমার মাথার কথা বলছি।
  • মেয়েঃ আচ্চা আপনি কি জানি বলবেন বললেন।
  • ছেলেঃ কথা বলবো মানে একটা কথা জিজ্ঞেস করবো।
  • মেয়েঃ কি বলেন।
  • ছেলেঃ কথাটা সুনে কি না কি মনে করো জানি না । বাট তারপরও বলতে হবে।
  • মেয়েঃ তো বলেন কি এমন কথা যার জন্য আমাকেই খুঁজে পেলেন।
  • ছেলেঃ আপনি মানুষ নাকি পরী জাস্ট এই কথা জানতে চাই?
  • মেয়েঃ মানে আপনি সত্যিই পাগল নাকি।
  • ছেলেঃ কেনো ?
  • মেয়েঃ কারণ কোন পরিতো আর আপনার সাথে মেসেজ করবে না।
  • ছেলেঃ হুম তাও ঠিক।
  • মেয়েঃ তার মানে আমি তো মানুষই।
  • ছেলেঃ এক মিনিট?
  • মেয়েঃ আবার কি হলো আপনার।
  • ছেলেঃ আমার বিশ্বাস হচ্ছে না আপনি যে মানুষ! মানুষ হলে এত সুন্দর কিভাবে সম্ভব।
  • মেয়েঃ ওই সত্যিই আমি অনেক সুন্দরী।
  • ছেলেঃ হুম সত্যি আমি মিথ্যা কেন বলবো।
  • মেয়েঃ ধন্যবাদ।
  • ছেলেঃ আই লাভ ইউ টু।
  • মেয়েঃ আমি আপনাকে ধন্যবাদ বলেছি আই লাভ ইউ বলি নাই।
  • ছেলেঃ আগে বলো নাই তো কি হইছে এখন তো বলছো।
  • মেয়েঃ ও হ্যালো মিস্টার আমি অন্য মেয়েদের থেকে আলাদা।
  • ছেলেঃ হুম তো।
  • মেয়েঃ তো আমাকে পটানো এত সহজ না।
  • ছেলেঃ আরে কি বলে! সব মেয়েরাই পটে শুধু পটানোর মত ছেলে দরকার।
  • মেয়েঃ আমাকে পটালেও আমি পটবো না।
  • ছেলেঃ ও হ্যালো সুন্দরী।
  • মেয়েঃ প্লিজ আমাকে সুন্দরী বলবেন না।
  • ছেলেঃ কেন সুন্দরী বললে কি সমস্যা ?
  • মেয়েঃ সুন্দরী বললে আমরা কেমন জানি লাগে।
  • ছেলেঃ তার জন্য তো আর মিথ্যা বলতে পারেন না।
  • মেয়েঃ মিথ্যা মানে ?
  • ছেলেঃ তুমি সুন্দরী ভাই তোমার সুন্দরী বলছি তার জন্য যদি আমার কোন অপরাধ হয়। তাহলে আমি অপরাধ স্বীকার করছি তারপরও আমি সুন্দরী কে অস্বীকার করতে পারবো না।
  • মেয়েঃ ও আচ্ছা তাই বুঝি।
  • ছেলেঃ হুম, তোমার নামটাও সুন্দর।
  • মেয়েঃ ধন্যবাদ।
  • ছেলেঃ আমি ভাবছি বিয়ে করে বউয়ের নাম প্রিয়া রাখবো।
  • মেয়েঃ তার জন্য তো একটু কষ্ট হবে।
  • ছেলেঃ হুম, আপনি আমাকে হেল্প করবেন।
  • মেয়েঃ কি হেল্প করবো।
  • ছেলেঃ তুমি আমার বউ হয়ে যাও তাহলে আর কষ্ট করে নাম রাখতে হবে না।
  • মেয়েঃ এগুলো সবাই বলে, কিছুদিন রিলেশন করার পরে সব ভুলে যাই !বিয়ে তো দূরের কথা।
  • ছেলেঃ আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না। প্লিজ বিশ্বাস করো প্রিয়া আই লাভ ইউ প্রিয়া... আই রিয়েলি লাভ ইউ।
  • মেয়েঃ হুম লাভ ইউ টু।
  • ছেলেঃ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ রিয়েটি।
  • মেয়েঃ হায় হায় হাই এত লাভ অবশ্যই আমাকে অনেক ভালোবাসে। আমি অনেক ভালবাসি লাভ লাভ ।
এরকম ভাবে মেসেজ করলে অবশ্যই মেয়ে আপনার প্রেমের ফাঁদে পড়তে বাধ্য থাকবে। তাই এগুলো টিপস অবলম্বন করে মেসেজ করবেন।

মেয়েপটানোর মিষ্টিকথা

মেয়েদের পটানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বললে শুধু চলবে না প্রথমে তাদের আঘাত জনিত কথা বলতে হবে। এবং তারপরে তার মন ভাঙ্গানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে হবে। আপু ভুল হয়ে গেছে, আপু আই এম এক্সট্রিমলি সরি। আপনি কোন প্রকার মাইন্ড করবেন না। এগুলো বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে হবে।

আপনি নিজেকে সবসময় স্মার্ট ভাবে চলাফেরা করার চেষ্টা করুন। এছাড়াও কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন এর টিপস আপনাদের কাছে তুলে ধরেছি।

তাই এগুলো টিপস সম্পর্কে জানতে নিম্নে মনোযোগ সহকারে পড়ুনঃ

আমি কি করতে পারি বলুন, আমার শরীরে হরমোনাল রোবট রয়েছে যার জন্য নারীদের প্রতি আকর্ষণ হয়ে পড়ি এতে আমি কি করতে পারি বলুন।
প্রিয়া, আমি তোমাকে আমার মনের ভিতরে সাজিয়ে রেখে দেবো। আর আমার হৃদয়ের স্পন্দন থেকে আমি তোমাকে সারা জীবন দেখবো। এবং তোমাকে নিয়ে সারা দিন ভাববো। সব সময় এই কথাই বলার চেষ্টা করবেন যে মিষ্টি মিষ্টি কথা বলে যাতে তার মনে আপনি স্থান অর্জন করতে পারেন।

প্রিয়া তুমি এমন ভাবে তাকাও আমি তোমার দেখে মনে হয় সারা জীবন যেন তোমার দিকে চেয়ে থাকি। তোমার চোখ আমাকে মুগ্ধ করে ফেলে প্রিয়া আমি তোমার দিকে মনে হয় সব সময় চেয়ে থাকি।

ফেসবুকে মেয়ে পটানোর মেসেজ

আমাদের যখন কোন কাজকর্ম থাকে না সেই সময় বেশিরভাগই আমরা ফেসবুকে ঢুকে থাকি। এবং মেয়েদের আইডি নিয়ে আমরা তাদের সাথে চ্যাটিং করে থাকি। এবং চেষ্টা করি মেয়েদের সাথে ফ্লাট কিভাবে করা যায়। সিঙ্গেল ছেলেদের তো আবার মেয়ে পটানোর টেকনিক খুঁজে থাকে।

কিন্তু কিভাবে একটি মেয়েকে পটাতে হয় এ সম্পর্কে সঠিক ধারণাই নেই। তাই আপনাদের সহযোগিতার জন্য আজকে তুলে ধরেছি কিভাবে একটি মেয়েকে নিজের হাতে কাবু করে নেওয়া যায় তাই এই সম্পর্কে জানতে নিম্নে খুব মনোযোগ সহকারে পড়ুন।
আপনি একটি মেয়েকে মেসেজ করলে সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবে না। খুবই ঘনিষ্ঠ বা চেনা জানা মানুষ ছাড়া মেয়েরা মেসেজের রিপ্লাই দিতে চায় না। তাই আপনাদের সুন্দর নম্র ভদ্র এবং স্টাইলিশ ভাবে কথা বলতে হবে। যাতে করে আপনার কথার ধরন বা আপনার কথার স্টাইল দেখে মেয়ে যেন মুগ্ধ হয়ে যায়।

এবং মেয়ে আপনার কথার জালে একবার যদি পড়ে যায় তাহলে অবশ্যই সে আপনার প্রেমে পড়ে যাবে। তাই আপনার কথার ধরন এবং স্টাইল খুব ভালোভাবে পারফরমেন্স করতে হবে। যাতে করে মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য হয় যার।

লেখক এর মন্তব্য

যেগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো সঠিকভাবে আপনি যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার প্রেমে মেয়ে পড়তে বাধ্য। তাই আপনাদেরকে এটাই বলতে চাই যেগুলো টিপস নিয়ে আলোচনা করেছি। এগুলো সম্পূর্ণ মেনে চলবেন তাহলেই আপনি আপনার পছন্দ করা সঙ্গীকে নিশ্চয়ই প্রেমের জালে আটকে রাখতে পারবে।
আমার এই আর্টিকেলটি পরে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌছে দিবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
\