জমজমের পানি খাওয়ার নিয়ম - জমজমের পানি কি দাঁড়িয়ে খেতে হয়
প্রিয় পাঠক, আমরা অনেকেই জানি জমজমের পানি কতটা পবিত্র এবং পান করলে আমাদের
শরীরে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায় তাই জমজম পানি খাওয়ার নিয়ম সম্পর্কে
জানতে এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।
জমজম পানি পান করার ফলে আমাদের শরীরে অনেক উপকার পাওয়া যায় এবং তৃষ্ণা ও ক্ষুধা
নিবারণ হয়ে যায় এই পানি পান করার ফলে। তাই এই পবিত্র পানি সম্পর্কে বিস্তারিত
জানতে এই আর্টিকেলের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ.
ভূমিকা
প্রিয় পাঠক, আজ আপনাদের জমজম পানি সম্পর্কে কিছু ধারনা দেওয়ার চেষ্টা করব যেমন,
জমজমের পানি খাওয়ার নিয়ম, জমজম পানি খাওয়ার উপকারিতা কি, জমজম পানি কি
দাঁড়িয়ে খেতে হয়, জমজম পানির দাম, এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব
এই আর্টিকেলটিতে তাই জমজমের পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেল
স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। ধন্যবাদ।
জমজমের পানি খাওয়ার নিয়ম
প্রিয় পাঠক, জমজম পানি পান করার সঠিক নিয়ম রয়েছে জমজমের পানি সঠিকভাবে পান না
করলে সুন্নত মেনে পানি পান করা হবে না? তাই অবশ্যই আপনাকে জমজমের পানি পান করার
আগে কিছু নিয়ম আপনাকে মেনে জমজমের পানি পান করতে হবে।
আরো পড়ুনঃ আজওয়া খেজুরের উপকারিতা হাদিস
যেমন, জমজমের পানি পান করার আগে আপনাকে অবশ্যই তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে
এবং জমজমের পানি পান করার পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ বলে জমজমের পানি পান
করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন জমজমের পানি পান করার নিয়ম সম্পর্কে।
জমজম পানি খাওয়ার উপকারিতা
প্রিয় পাঠক, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার পানি পান করলে শুধু তৃষ্ণা মেটে
কিন্তু জমজমের পানি এত বরকতময় পানি যা পান করলে তৃষ্ণা এবং ক্ষুধা দুটোই মিটে
যায় জমজমের পানির অনেক বরকত ময় এবং উপকারিতা রয়েছে এই পানির মধ্যে যা আমাদের
শরীরের জন্য ভীষণ উপকারী।
সায়েদেনা ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর মজেজা ছিল জমজমের পানি যা সারা বিশ্বের
মানুষ সেবন করে থাকে। প্রতি বছর হজে যাওয়া ব্যক্তি গুলো ফেরার পথে ৫ থেকে ১০
লিটার পানি তাদের সঙ্গে বাড়িতে নিয়ে যায় তবুও জমজমের কূপের পানি এক ইঞ্চি কমে
না সুবাহানাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানী
আরো পড়ুনঃ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা
এবং বরকতম এই জমজমের পানি যা সেবন করলে আমাদের ক্ষুধা এবং তৃষ্ণা দুটো নিবারণ
হয়ে যায় আলহামদুলিল্লাহ তাই এই কথাই বলব আপনাদের যে জমজমের পানি অন্য সকল পানি
থেকে আলাদা এবং বরকত ময় ও ক্ষুধাও তৃষ্ণা মেটানো উপকারী জমজমের পানি।
জমজমের পানি কি দাঁড়িয়ে খেতে হয়
প্রিয় পাঠক, জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পান করবেন এই বিষয়ে অনেকেই
জানতে চান? তাই আজকে আপনাদের সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব তাই জমজমের পানি
দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয় এ সম্পর্কে জানতে এই আর্টিকেলের সমস্ত স্টেপ
সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
প্রিয় পাঠক, সহীহ মুসলিম বুখারীর হাদিসে এসেছেন নবী করীম সাঃ থেকে আনাস
রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, সাধারণত বিধান হল দাঁড়িয়ে পানি পান করতে
নবী করীম সাঃ নিষেধ করেছেন। তিনি সাধারণত সচরাচর সব সময় দাঁড়িয়ে পানি পান
করতেন না তবে কখনো কখনো তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন
আরো পড়ুনঃ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা
এটা বোঝানোর জন্য যে কেউ যদি নিরুপায় হয়ে অসুবিধা সাপেক্ষে দাঁড়িয়ে পানি পান
করলে হারাম হবে না। তবে এ কথা দ্বারা এটাই বোঝা যায় যে, আপনাকে অবশ্যই বসে পানি
পান করতে হবে খুবই বেকার হলে কিংবা অসুবিধার সাপেক্ষে আপনি নিরুপায় হয়ে
দাঁড়িয়ে পানি পান করতে পারেন তবে বসে পানি পান করাই ভালো।
নবী কারীম সাঃ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন তার মানে এই নয়! যে আপনারা
জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন। তিনি অন্য পানিও দাঁড়িয়ে পান করেছেন তার মানে
এই নয় যে দাঁড়িয়ে পানি পান করতে হবে
অবশ্যই বসে পানি পান করতে হবে নিরুপায় হলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন যে, জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় না বসে পানি পান
করতে হয়।
জমজমের পানির দাম
প্রিয় পাঠক, জমজমের পানি আপনারা সৌদি আরব হজ করতে গিয়ে জমজমের পানি পান করে
থাকেন কিন্তু জমজমের পানি কোথায় পাওয়া যায় এবং এর দাম কেমন তা আপনারা অনেকেই
জানেন না? তাই জমজমের পানির দাম সম্পর্কে বিস্তারিত নিম্নে দেওয়া হলো।
মদিনাতুল মনোয়ারার ভিতরে ফ্রি যত ইচ্ছা পানি সেবন করতে পারেন কোন সমস্যা নেই।
তবে আপনি যদি নিজের দেশে জমজমের পানি প্যাকেটিং বোতলে নিয়ে আসতে চান তবে আপনাকে
৫ লিটারের জমজমের পানি মূল্য দিতে হবে ১০রিয়াল যা বাংলাদেশের টাকার পরিমাণ
২৫২.০৪ টাকা তবে কিছুটা কম বেশি হতে পারে কেননা যুগের সঙ্গে সঙ্গে টাকার মান
অনেকটাই কমে থাকে
আরো পড়ুনঃ সকালে খালি পেটে কাজুবাদাম খাওয়ার উপকারিতা
তাই হয়তো বা দাম কিছুটা কম বেশি হতে পারে। যাই হোক আপনাকে অবশ্যই জমজমের বোতলটি
আপনার কার্টুন জাত করে আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনাকে রেপিং করে নিতে হবে
কেননা এক দেশ থেকে আরেক দেশে যেতে ধাক্কা লেগে কাটুন ছিরে যেতে পারে তাই আপনাকে
অবশ্যই ভালো করে রেপিং করে নিতে হবে।
তবেই আপনাকে এয়ারপোর্টে এলাও করবে তবে একটি শর্ত রয়েছে সেটা হল একটি পাসফুটে
শুধুমাত্র একটি পানি নিতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন জমজমের পানির দাম
সম্পর্কে এবং দেশে নিয়ে যাওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেছেন এই আর্টিকেল
থেকে।
তাই আপনাদের এটাই বলব এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর আর্টিকেল উপভোগ করার জন্য
imranai.com
এই ওয়েবসাইটের সঙ্গেই থাকুন "ধন্যবাদ"
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি এই পুরো আর্টিকেল পড়ে জমজমের পানি খাওয়ার নিয়ম সম্পর্কে
বিস্তারিত জানা-অজানা তথ্য জানতে পেরেছেন। এই আর্টিকেলটি ফলো করে আপনারা জমজমের
পানি সেবন করলে আশা করি উপকৃত হবেন। "ধন্যবাদ"
আমার এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে
অবশ্যই বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে দিবেন ধন্যবাদ। এত দীর্ঘ
সময় ধরে ধৈর্য সহকারে এই আর্টিকেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ।
ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url