টবে আঙ্গুর চাষ পদ্ধতি - আঙ্গুর চারা তৈরি করার পদ্ধতি

প্রিয় পাঠক, আঙ্গুর অত্যন্ত জনপ্রিয় একটি ফল এই ফল খায় না এমন লোক অনেক কমই রয়েছে বললে চলে, তাই আজকে আপনাদের জন্য আঙ্গুর চাষের সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই আর্টিকেলটিতে। তাই আঙ্গুর চাষ সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

টবে আঙ্গুর চাষ পদ্ধতি - আঙ্গুর চারা তৈরি করার পদ্ধতি

এই আর্টিকেলটিতে ছাদে কিভাবে আঙ্গুর চাষ করা যায় কিভাবে সঠিক পদ্ধতিতে আঙ্গুর চাষ করতে হয় এই সকল বিষয় নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই আঙ্গুর চাষের সঠিক পদ্ধতি জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্র.

ভূমিকা

প্রিয় পাঠক, আঙ্গুর অত্যন্ত জনপ্রিয় একটি ফল সবাই চায় ছাদে এই ফলটি রোপন করে চাষ করতে কিন্তু সঠিক পদ্ধতিতে কিভাবে আঙুর চাষ করতে হয় এটা আপনারা অনেকেই জানেন না? তাই এই আর্টিকেলে আপনাদের জন্য যেগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হল, ছাদে আঙ্গুর চাষ পদ্ধতি, আঙ্গুর চারা কোথায় পাওয়া যায়, আঙ্গুর গাছের চারা,

আঙ্গুর চারা তৈরি করার পদ্ধতি, আঙ্গুর গাছ লাগানোর পদ্ধতি, আঙ্গুর গাছে ফুল আসার সময়, কালো আঙ্গুর চাষ পদ্ধতি, ও টবে আঙ্গুর চাষ পদ্ধতি এই সকল বিষয় নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা আঙ্গুর চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে এই আর্টিকেল স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

ছাদে আঙ্গুর চাষ পদ্ধতি

প্রিয় পাঠক, ছাদে আঙ্গুর চাষ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম একটি সুন্দর সঠিক টপ বাছাই করে নিতে হবে, এবং আপনার টবে মাটি দিবেন মাটিটা অবশ্যই বেলে দশ মাটি হতে হবে এবং মাটির সঙ্গে কিছু জৈব সার মিশিয়ে নিতে হবে যাতে করে আঙ্গুরের গাছ অনেক শক্তিশালী হয় অবশ্যই আপনাদের নার্সারি থেকে ভালো জাতের মিষ্টি আঙ্গুর এর চারা নির্বাচন করে আপনাকে টবে রোপন করতে হবে।
আঙ্গুর একটি লতা জাতীয় গাছ তাই অবশ্যই আপনাকে উপরে ছাউনি করে বাসের কঞ্চি বা কটের সুতো দিয়ে সুন্দর করে জানলা তৈরি করে নিতে হবে যাতে করে আঙ্গুরের গাছ ভালোভাবে মেলতে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে প্রয়োজন মত টবে পানি প্রয়োগ করতে হবে এবং টবের ভেতরে থাকা ঘাস গুলো বা আগাছা যেগুলো বের হয় ওগুলো সব সময় পরিষ্কার করে রাখতে হবে

গাছের গোড়া সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এ পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি ছাদে আঙ্গুর চাষ করেন তাহলে ঠিক এক বছর পর আপনার কাছে আঙ্গুল পাবেন।

আঙ্গুর চারা কোথায় পাওয়া যায়

প্রিয় পাঠক, আপনারা বারোমাসি মিষ্টি আঙ্গুরের চারা ফুলসহ চারা যদি সংগ্রহ করতে চান তাহলে নিচে দেওয়া এই নাম্বারগুলি দিয়ে বারোমাসি মিষ্টি আঙ্গুরের চারা আপনারা সংগ্রহ করতে পারেন চারাটি আপনারা জমিতে রোপন করতে পারবেন আবার চাইলে ছাদে ছাদবাগান করে আপনারা এই আঙ্গুরটি চাষ করতে পারবেন তাই নিচে দেওয়া নম্বরটি দিয়ে আপনারা মিষ্টি আঙ্গুরের চারা সংগ্রহ করতে পারেন।
  • মোবাইল নম্বরঃ ০১৭ ৩৮ - ০৭ ৭৯ ৩১
  • মোবাইল নম্বরঃ ০১৭ ৯৪ - ২০ ৭০ ৭৭
  • মোবাইল নম্বরঃ ০১৭ ৮১ - ৭৭ ১৩ ০৬
উপরে দিও নাম্বার গুলো দিয়ে আপনারা ফুলসহ আঙ্গুলের চারা নিতে পারেন তাই ফুলসহ আঙ্গুরের চারা নিতে চাইলে উপরে দেওয়া নাম্বার গুলো দিয়ে যোগাযোগ করুন।

আঙ্গুর গাছের চারা

নিচে দোয়া গাছটি আঙ্গুর গাছের চারা।

আঙ্গুর গাছের চারা

আঙ্গুর চারা তৈরি করার পদ্ধতি

প্রিয় পাঠক, আঙ্গুরের বীজ থেকে চারা তৈরি করা অতি সহজ তাই আপনাদেরকে আজকে আঙ্গুর বীজ থেকে চারা তৈরির কিছু টিপস সম্পর্কে জানাবো তাই চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে আঙ্গুর বীজ থেকে চারা তৈরি করে নেওয়া যায়।
আপনাকে একটি সুন্দর তরতাজা আঙ্গুর নিতে হবে এবং আঙ্গুর থেকে আঙ্গুরের বীজ সংগ্রহ করে নিতে হবে। অবশ্যই বীজ থেকে আঙ্গুর চারা তৈরি করতে হলে অবশ্যই পরিপক্ক বীজ হতে হবে তবেই বীজ থেকে আঙ্গুর চারা গজাবে, তাই আপনাকে পরিপক্ক বীজ সংগ্রহ করতে হবে।

বীজ থেকে চারা তৈরি করতে হলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাটি অবশ্যই নিতে হবে ককপিট ও ভার্মি কম্পোস্ট এই দুটি সমান করে আপনাকে নিতে হবে, তবেই আঙ্গুর বীজ থেকে চারা তৈরি খুব ভালো হবে। অবশ্যই আপনাকে একটি সুন্দর টপ নিতে হবে এবং এগুলো উপাদান দিয়ে দিতে হবে।

রোদে বীজ ৬ থেকে ৮ ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে বীজ রোদে শুকানো পর বীজের মাথা ভেঙে নিতে হবে ভেঙে নিলেই খুব দ্রুতই এই বীজ থেকে চারা তৈরি হবে, বীজের মাথা ভেঙে নেওয়ার পর আপনার টপে দেওয়া মাটির ভেতরে এগুলো বীজ দিয়ে দিতে হবে অবশ্য বেশি ভিতরে দিতে হবে না হালকা একটু ভিতরে দিতে হবে এবং পানি দিয়ে দিতে হবে।

আপনাকে এই টপ এমন একটি জায়গায় রাখতে হবে যে জায়গায় তিন চার ঘন্টা রোদ পৌঁছায় এবং বাকি সময় ছায়া থাকে এমন কোথাও আপনাকে টপটি রাখতে হবে এবং ১৫ দিন পর আপনার টপ থেকে চারা গজাবে। এই পদ্ধতি অবলম্বন করি আপনারা আঙ্গুর চারা তৈরি করতে পারেন।

আঙ্গুরের বীজ ছাড়া আঙ্গুর থেকেও আপনি খুব সহজেই চারা তৈরি করে নিতে পারেন আঙ্গুর থেকে চারা তৈরি করতে হলে আপনাকে কয়েকটি ভালো তরতাজা আঙ্গুর নিতে হবে এবং আপনাকে একটি এলোভেরা নিতে হবে এবং একটি ওয়ান টাইম গ্লাস নিতে হবে গ্লাস পানি দিয়ে ভরে নিতে হবে এবং ক্লাসের মধ্যে এলোভেরা জেল কুচি কুচি করে পানির সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে

এবং একটি চিকন কাঠি নিতে হবে আঙ্গুরের উপরে কাঠি ঢুকিয়ে এলোভেরার জেল ও পানির মিশ্রণের গ্লাসে আঙ্গুরের মুখের দিক অর্ধেক ডুবিয়ে রাখতে হবে এবং গ্লাসের উপরে একটি মগ কিংবা বালতি দিয়ে ঝেপে রাখতে হবে ১০ থেকে ১২ দিন পর্যন্ত তারপরে দেখতে পাবেন আঙ্গুরের পানিতে ডুবে থাকা অংশ দিয়ে হালকা শিকড় গজিয়েছে
এবং আঙ্গুটি থেকে কাঠি বের করে একটি টবে জৈব সার দিয়ে একটি টপ তৈরি করে নিতে হবে এবং টবে আঙ্গুরটি লাগাতে হবে এবং পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে তাহলে ২৫ থেকে ৩০ দিনের মধ্যে আপনার আঙ্গুর থেকে নতুন চারা তৈরি হবে। এই পদ্ধতি অবলম্বন করেও আপনারা আঙ্গুর থেকে চারা তৈরি করে নিতে পারেন।

আঙ্গুর গাছে ফুল আসার সময়

প্রিয় পাঠক, আঙ্গুর চাষ ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে খুব ভালো হয়ে থাকে। আঙ্গুর গাছে যে সময় নতুন নতুন কুশি বা আগাছা বের হতে শুরু করে, সে সকল ডালে কুশি সঙ্গে সঙ্গে আঙ্গুরের ফুল ও ফল বের হতে শুরু করে। ঠিক এই সময়ে আঙ্গুর কাছে পাতা খাওয়ার মত একটি রোগ দেখা যায় এসময় করণীয় হলো কীটনাশক ও ছত্রাক নাশক ঔষধ গাছে প্রয়োগ করা
যাতে করে পাতা মরার মত এই সমস্যা আঙ্গুর গাছে না থাকে। পাতা মরার পাশা পাশি আঙ্গুর গাছে গুটি ঝরার মত সমস্যা দেখা যায় এ সময় আপনার করণীয় হলো প্রতি লিটার পানিতে ৫ ফোটা ক্লনোফিক্স এটি একটি হরমোন জাতীয় ঔষধ যা আঙ্গুর গাছে ফুলে প্রয়োগের ফলে আঙ্গুরের গুটি ঝরার সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন আঙ্গুর গাছে ফুল আসার সময় করণীয়।

টবে আঙ্গুর চাষ পদ্ধতি

প্রিয় পাঠক, আপনি যদি চান তবে ঘরে বসে আপনি নিজে নিজে একটি টবে থেকে চারা তৈরি করে নিতে পারেন। বাহিরের আঙ্গুর অনেক ভেজাল থাকে, তাই নিজে নিজে টবে আঙ্গুর চারা তৈরি করে নিজে চাষ করে খুব সহজেই টবে আঙ্গুর চাষ করতে পারেন। তাই চলুন টবে আঙ্গুর চাষ করার কিছু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

টবে আঙ্গুর চাষ পদ্ধতি

টবে আঙ্গুর চাষ করতে চাইলে আপনাকে একটি সুন্দর টপ নির্বাচন করতে হবে কমপক্ষে ১২ থেকে ১৩ ইঞ্চি একটি টপ আপনাকে সংগ্রহ করতে হবে। টবে যে মাটি প্রয়োগ করতে হবে সেটি হলো, তিন ভাগে মাটি তৈরি করে নিতে হবে একভাগ বালি, এক ভাগ জৈব সার, এবং এক ভাগ বেলে দোআঁশ মাটি ও এক ভাগ কোকোপিট বা ধানের তুষ। এই চারটি উপাদান দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্সার করে নিন

এবং আপনার টবে এই মাটির উপাদান গুলো টবে দিয়ে দিন কমপক্ষে ১৩ ইঞ্চি গভীরতা করে টবে দিয়ে দিন। এবং টবে আঙ্গুর চারাটি লাগিয়ে দিন এবং পরিমাণ মতো পানি দিয়ে দিন। এছাড়াও নিয়মিত আঙ্গুর কাছে পানি দিতে হবে অবশ্যই আঙ্গুর চারাটি রোদে রাখবেন! তবে আঙ্গুর চারাটি অনেক ভালো হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে আঙ্গুর গাছের গোড়ায় কখনো পানি যাতে জমে না থাকে
সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আঙ্গুর গাছের গোড়া কখনোই যেন শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আঙ্গুর গাছটি বড় হয়ে যাওয়ার পরে আঙ্গুর গাছে অবশ্য সার প্রয়োগ করতে হবে ১৩ ইঞ্চি টবের জন্য আপনাকে সার প্রয়োগ করতে হবে তিন চামচ পটাশ, দুই চামচ ফসফেট, ও ২ চামচ ইউরিয়া, এই সকল উপাদান একসঙ্গে মাখিয়ে নিয়ে কমপক্ষে এক মাস পর পর গাছে প্রয়োগ করতে হবে।

আঙ্গুর গাছটি লতা জাতীয় গাছ তাই অবশ্যই একটু লতা মেললেই মাচা করে দিতে হবে যাতে করে আঙ্গুরের আগাছা ভালোভাবে মেলতে পারে। শীতকাল পড়লে আঙ্গুরের সমস্ত পাতা ঝরে যায় কিন্তু ভাববেন না যে আঙ্গুরে গাছ মারা গেছে! এই গাছটি শীতকাল আসলেই সমস্ত পাতা ঝরে যায় কিন্তু গাছ তাজা থাকে একটি আঙ্গুরের গাছ সঠিকভাবে পরিচর্যা করলে ২০ থেকে ৩০ বছর গাছটি তাজা থাকে।

তাই আপনারা যদি আঙ্গুর গাছের সঠিক পরিচর্যা করেন তাহলে দীর্ঘ সময় ধরে আঙ্গুরের অধিক ফল আসবে এবং আঙ্গুর গাছ অনেক দিন সময় বেঁচে থাকবে। বসন্তকাল আসার পর থেকে আঙ্গুর গাছে ফুল ও ফল আসতে শুরু করে এই জন্য গাছ থেকে ফল সংগ্রহ করার পর পরই আঙ্গুর গাছ ছাঁটাই করতে হবে।

পোস্ট ট্যাগ

ছাদে আঙ্গুর চাষ পদ্ধতি,আঙ্গুর চারা কোথায় পাওয়া যায়,আঙ্গুর গাছের চারা,আঙ্গুর চারা তৈরি করার পদ্ধতি,আঙ্গুর গাছে ফুল আসার সময়,টবে আঙ্গুর চাষ পদ্ধতি।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আশা করি এই আর্টিকেলটি পরে আঙ্গুর চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। এরপরেও আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকলে এই আর্টিকেলের নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মতামত বা জিজ্ঞাসা জানাবেন। এরকম নিত্য নতুন বিষয় জানতে এই আর্টিকেলের সঙ্গেই থাকুন "ধন্যবাদ"

আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে দিবেন, যাতে করে আঙ্গুর চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারে ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
\