পান পাতা বড় করার উপায় - পানের কান্ড পচা রোগের দমন
প্রিয় পাঠক বৃন্দ, গ্রাম অঞ্চলে গেলেই প্রায়ই দেখা যায় দাদা-দাদী নানা-নানি
এবং বয়স্ক বুড়ো মারা পান খেতে দেখা যায়। এবং কি বাঙালির একটি খুবই পরিচিত
জিনিসটি হল পান পাতা কম বেশি অনেকেই এই পান পাতা খেয়ে থাকেন। তাই আপনাদের আজকে
এই পান পাতা সম্পর্কে কিছু জানা অজানা বিষয় নিয়ে বিস্তারিত জানাতে চলেছি এই
আর্টিকেলটিতে। তাই এই আর্টিকেল শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
বিশেষ করে আপনারা যারা প্রথম অবস্থায় পান চাষ করতে চান কিংবা পান চাষ করছেন
কিন্তু পানের পরিচর্যা সম্পর্কে তেমন কোন ধারনা নেই? তাদের উদ্দেশ্যে আজকের এই
আর্টিকেলটি সাজানো হয়েছে পান চাষ পদ্ধতি সম্পর্কে তাই আপনারা পান চাষ পদ্ধতি
সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে এই আর্টিকেল শেষ পর্যন্ত মনোযোগ সহকারে
পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ.
ভূমিকা
প্রিয় পাঠক বৃন্দ, অনেকেই আপনারা জানেন যে, পান একটি ভীষণ লাভবান একটি আবাদ। যা
সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে একটি বেকারত্ব মানুষ নিজের ক্যারিয়ার তৈরি করে নিতে
পারে এই পান চাষ করে। তাই আপনাদেরকে আজকে পান চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা
জানা তথ্য সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।
যেগুলো বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে সেগুলো বিষয় হলো, পান
পাতা বড় করার উপায়, পান গাছের ভিটামিন ঔষধ, পান বড়জের ঔষধ, পানের জাতের নাম,
পান চাষ সম্পর্কে আলোচনা, পানের কান্ড পচা রোগের দমন,
ও পান গাছের গোড়া পচা রোগ এ সকল বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি এই
আর্টিকেলটিতে। তাই এই সকল বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানা-অজানা তথ্য জানতে এই
আর্টিকেল সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
পান পাতা বড় করার উপায়
প্রিয় পাঠক বৃন্দ, আপনারা অনেকেই পান চাষ করে থাকেন কিন্তু পানের পাতা বড় করার
সঠিক পদ্ধতি আপনারা অনেকেই জানেন না। তাই আপনাদের এমন দুটি ঔষধের কথা বলব যে ঔষধ
আপনার পানের জমিতে প্রয়োগ করলে আপনার পান অনেক বড় দ্বিগুণ হয়ে যাবে। ঔষধটি
হলো, অটো কোম্পানির ঔষধ সানমেকটিন এই ঔষধটি আপনি আপনার
জমিতে প্রয়োগ করলে জমিতে থাকা লাল মাকড়সা দূর হয়ে যাবে এবং আপনার জমির পান
অনেক বড় হবে। দ্বিতীয় ঔষধটি হল A C I কোম্পানির ঔষধ ফ্লোরা এই ঔষধ যদি দেওয়া
হয় তবে পাতা অনেক সুন্দর সতেজ এবং অনেক বড় হবে। প্রথমে যে ঔষধের কথা বললাম এই
সানম্যাকটিন ঔষধটি এবামেটিন গ্রুপের ঔষধ যা আপনার পানের ক্ষেতের
লাল মাকড়সা পানের ক্ষতি করে এই ঔষধি প্রয়োগের ফলে এই লাল মাকড়সা মারা যাবে এবং
আপনার পান অনেক বড় হবে। এই ওষুধটি প্রয়োগের নিয়ম হল এক বোতলে থাকে ১. ৮ ইসি ১০
লিটার পানিতে ২০ মিলি মিশিয়ে প্রয়োগ করতে হবে এবং আপনার পানের গোড়া শক্ত হবে
এবং পান অনেক বড় হবে। এবং এ ঔষধের পাশাপাশি মারশাল দেওয়া হয়
তাহলে যে জমিতে প্রয়োগ করা হবে ওই জমিতে কোন ফড়িংও থাকবে না। এই ওষুধটি দেয়ার
পাশাপাশি ১৫ থেকে ২০ দিন পর পর যদি ফ্লোরা প্রয়োগ করা হয় তবে আপনার পান পাতা
অনেক বড় করবে এবং পান পাতা শক্ত করবে এবং আপনার গাছ শক্ত করবে।
এছাড়াও প্রতি শতাংশে ৫০০ গ্রাম ইউরিয়া সার দিতে হয় এবং পাশাপাশি অনেক পরিমাণ
খোল দিতে হয়। এবং এর পাশাপাশি জিংক সারও ব্যবহার করতে পারেন তবে ভালো কীটনাশকের
দোকানে গিয়ে পরামর্শ নিয়ে আপনার জমিতে প্রয়োগ করবেন।
পান গাছের ভিটামিন ঔষধ
প্রিয় পাঠক, আপনি যদি পানের গাছে ভিটামিন দিতে চান তবে রোভরাল এই ভিটামিনটি আপনি
আপনার পান খেতে প্রয়োগ করতে পারেন। এ ঔষধটি শীত মৌসুমী অনেক ভালো কাজ করে থাকে ও
এই ঔষধটি প্রয়োগের ফলে আপনার পান গাছ অনেক সুন্দর ও মোটা হবে এবং পান অনেক বড় ও
সুন্দর সতেজ হবে। এবং এর পাশাপাশি পালের পোকামাকড় থেকে মুক্ত রাখবে এই ঔষধটি।
এ ওষুধটি প্রয়োগের নিয়ম হলো প্রতি ১৮ থেকে ২০ লিটার পানিতে ২৫ গ্রাম এ ঔষধটি
দিতে হবে এর সঙ্গে আরেকটি ঔষধ দিতে হবে ওষুধটি হলো এন্ট্রাকল ৭০ ডব্লিউ পি এই
ওষুধটি প্রয়োগের ফলে পানের পচন দূর করবে এবং সুন্দর কালার করবে।
এ ঔষধটি একই নিয়মে প্রয়োগ করতে হবে ১৮ থেকে ২০ লিটার পানিতে ২৫ গ্রাম এ ঔষধ
দিতে হবে। এই দুই ঔষধ একসঙ্গে প্রয়োগ করলে পানের আগা মোটাও সুন্দর হবে এবং পানের
হালকা পচন গোটা পচন থেকে মুক্ত করবে এবং পানের অনেক সুন্দর কালার করবে।
এই ঔষধ গুলো শীতের মধ্যে প্রয়োগ করতে হয় তবে গরম মৌসুমে প্রয়োগ করা যাবে কিনা
অবশ্যই অভিজ্ঞ কীটনাশকের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে নিবেন শীতের আগ মুহূর্তে
এগুলো ঔষধ প্রয়োগ করলে শীতের মধ্যেও ভালো কাজ করবে এজন্য এই ঔষধ গুলো কার্তিক
মাস থেকেই প্রয়োগ করবেন।
পান বরজের ঔষধ
প্রিয় পাঠক বৃন্দ, আপনারা পানের বরজের জন্য যে ঔষধ দিতে পারেন তা হলো, জিবি জিংক
এটি প্রতি পাঁচ কাটা জমির জন্য ১ কেজি ব্যবহার করতে পারবে। এরপরে যে ঔষধ নিতে হবে
সেটি হল, হেভিট সালফার ৮০ ডব্লিউ জিংক নিতে হবে এই ঔষধ প্রতি ১০ কাটা জমির জন্য ১
কেজি ব্যবহার করতে পারবেন। এরপরে যে ঔষধ নিতে হবে সেটি হল
শিকড় আপনি এই ঔষধ জমিতে দেওয়ার ফলে পানের গাছের গোড়া মজবুত ও শিকড় ভালো হবে।
এরপরে যে ঔষধ নিতে হবে সেটি হল ও-জেব মূল ঔষধ মেনকোজেব ৮০ ডব্লিউ পি এ ঔষধ
ব্যবহারের ফলে মাটির পর অনেক নরম হবে এবং মাটির মেনকোজেব এর অভাব পূরণ করবে এবং
মাটির নোনা নষ্ট করবে এই মেনকোজেব ঔষধ এই ঔষধ প্রতি ১০ কাঠা জমির জন্য ব্যবহার
করতে পারবেন এক প্যাকেট ১ কেজি।
এরপর যেটি ব্যবহার করতে হবে সেটি হল জিপি জিপসাম এটি সালফার ও ক্যালসিয়াম এ ঔষধ
ব্যবহারের ফলে সালফার ও ক্যালসিয়ামের ঘাড়তি পূরণ করবে এবং পান অনেক সুন্দর ও
স্বদেশ রাখবে এবং পান পাতা অনেক বড় করবে এ ঔষধ প্রতি এক বিঘা জমির জন্য ১০ কেজি
ব্যবহার করতে পারবেন।
এই সকল ঔষধ খোল এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন। খোল আপনার
জমির পরিমাণ অনুযায়ী নিবেন। আশা করি বুঝতে পেরেছেন পানের বড়জের ঔষধ কি এবং কি
পরিমাণ প্রয়োগ করতে হবে।
পানের জাতের নাম
প্রিয় পাঠক, যেগুলো পান বর্তমান খুব প্রচলিত রয়েছে সেগুলো হল, বাংলা, মিঠা,
সাচি, কর্পুরি, গ্যাচ, নাতিয়াবাসুদ, উজানী, মাঘি, দেশী, বরিশাল ও ঝলি জাতের পান
বেশিরভাগই চাষ করা হয়ে থাকে। এছাড়াও বরিশাল কৃষি আঞ্চলিক গবেষণা কেন্দ্র
রহমতপুর থেকে উচ্চ ফলনশীল জাতের পান ও রোগমুক্ত জাত পাওয়া যায় যেমন বাড়ির ১,
বাড়ি ২, এবং বাড়ি ৩, এই তিনটি উন্নত জাতের পানের জাত উদ্ভাবন করা হয়েছে।
পানের কান্ড পচা রোগের দমন
প্রিয় পাঠক, পানের কান্ড প্রচারকের দমন করতে যেগুলো টিপস অবলম্বন করতে হবে তা
নিম্নে তুলে ধরা হলোঃ
- যে পান রোগে আক্রান্ত হয়েছে সেই লতা বা পাতা বরজ থেকে তুলে নিয়ে দূরে কোথাও পুতে বা পুড়িয়ে নষ্ট করে ফেলতে হবে।
- আপনাকে অবশ্যই রোগ প্রতিরোধকারী পানের জাত লাগাতে হবে যেমন বাড়ি পান ৩ এই ধরনের পান আপনার জমিতে লাগাতে হবে এগুলো রোগমুক্ত পান।
- অবশ্যই আপনার জমি সমতল হতে হবে এবং গভীর করে মাটি উর্বর করে নিতে হবে এবং রোদে ঝরঝরা করে নিতে হবে এতে করে মাটির ভিতরে থাকা রোগ জীবাণু নষ্ট হবে।
- আপনার পানের বরজ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে কোনভাবেই যেন জমিতে পানি না জমে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে জমে গেলেও খুব শীঘ্রই তা নিষ্কাশনের ব্যবস্থা করুন।
- যে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পানের বরজে রোদ সরাসরি যাতে না লাগে আপনার পানের বরজে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ছায়ার ব্যবস্থা করতে হবে।
- আপনি জমিতে যখন পানের বরজ রোপন করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুস্থ সবল রোগমুক্ত লতা লাগানোর চেষ্টা করবেন।
- এছাড়া অবশ্যই আপনাকে পানের লতা লাগানোর পূর্বে মাটিতে দেওয়ার জন্য কিছু কীটনাশক ব্যবহার করতে হবে এতে করে আপনার জমি পূর্বে থেকেই রোগ মুক্ত থাকবে।
পান গাছের গোড়া পচা রোগ
পানের গোড়া পচা রোগ এর নাম ছত্রাক জনিত রোগ। এ রোগ হলে পানের গাছের কিছু লক্ষণ
দেখা যায়, লক্ষণগুলো নিম্ন দেওয়া হলো।
রোগের লক্ষণঃ
- পান গাছের গোড়ায় কালো বর্ণ ধারণ করে এবং এর উপরে সাদা সাদা ছাতা ধরার মতো মাইসেলিয়াম দেখা যায়।
- হাত দিয়ে পাতায় চাপ দিলে বা গাছে চাপ দিলে আঁশ সিরে আলাদা হয়ে যায়।
- এবং পরবর্তীতে আস্তে আস্তে লতা বা পাতা ঝরে পড়ে যায় বা এরে পড়ে যায়।
- এই সকল রোগ দেখলেই বুঝতে পারবেন যে, পান গাছে গোরা প্রচার ধরেছে তখন গাছের পরিচর্যা বা কিটনাশক প্রয়োগ করুন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক বৃন্দ, আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনারা পান চাষ সম্পর্কে
বিস্তারিত তথ্য জানতে পেরেছেন এবং কি পরিমান জমিতে সার প্রয়োগ করতে হয় এবং
বিভিন্ন ধরনের রোগের লক্ষণসমূহ সম্পর্কে বিস্তারিত পেরেছেন। এর পরেও যদি আপনাদের
কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে এই আর্টিকেলের নিচে দেওয়া কমেন্ট সেকশনে
কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করবেন "ধন্যবাদ"
আমার এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন। তাহলে
অবশ্যই আপনার নিকট আত্মীয় বা বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে
দিবেন ধন্যবাদ।
ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url