তায়াম্মুমের ফরজ কয়টি - গাড়িতে তায়াম্মুমের নিয়ম - তায়াম্মুমের সুন্নত কয়টি

তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। কোন যানবাহনে যাওয়ার পথে কিংবা এমন একটি জায়গায় গিয়েছেন যেখানে পানি পাওয়া যায় না সেখানে তায়াম্মুম করতে হবে। তাই এই আর্টিকেলে তায়াম্মুম করার নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে তায়াম্মুম করার সঠিক নিয়ম জানতে এই আর্টিকেল শেষ পর্যন্ত পড়ুন।

তায়াম্মুমের ফরজ কয়টি - গাড়িতে তায়াম্মুমের নিয়ম - তায়াম্মুমের সুন্নত কয়টি

আমরা সাধারণত বিপদে আপদে পড়লেই বা পানির সংকট দেখা দিলে তবেই আমরা তায়াম্মুম করি, তাই তায়াম্মুম করার সঠিক নিয়ম সম্পর্কে জানা আমাদের অতি জরুরী একটি বিষয়! তাই তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত জানা অজানা তথ্য জানতে এই আর্টিকেল শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ.

ভূমিকা

প্রিয় পাঠক, আল্লাহ তা'য়ালা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করে দিয়েছেন। তাই অজু সম্পর্কে আমাদের কিছু ধারনা থাকা খুব প্রয়োজন, পানির সংকটে কিংবা অসুস্থতার কারণে আমরা তায়াম্মুমের মাধ্যমে অজু করি তাই তায়াম্মুম করার সঠিক নিয়ম আমাদের জানতে হবে, তবেই আমরা বিপদে আপদে তায়াম্মুম অজুর মাধ্যমে আমরা অজু করতে পারব।

তাই তায়াম্মুম সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো, গাড়িতে তায়াম্মুম নিয়ম, তায়াম্মুমের ফরজ কয়টি, তাইয়ামুমের দোয়া, তায়াম্মুম ৩ ফরজ, ও তায়াম্মুমের সুন্নত কয়টি এ সকল বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তাই আপনারা তায়াম্মুম করার সঠিক নিয়ম জানতে এই আর্টিকেল স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

গাড়িতে তায়াম্মুমের নিয়ম

প্রিয় পাঠক, গাড়িতে থাকা অবস্থায় হয়তোবা আপনার আশেপাশে কোথাও পানি রয়েছে তাদের থেকে পানি চেয়ে আপনি তায়াম্মুম করতে পারেন। এবং পরিস্থিতি যদি এমন হয় যে আপনি কাউকে থেকেই পানি পাচ্ছেন না বা দূর-দূরান্তে কোথাও পানি নেই, তবে আপনি গাড়ি থামিয়ে গাড়ির নিচে যে মাটি হোক না কেন সেখানে আপনি তায়াম্মুম করতে পারেন।
অবশ্যই তায়াম্মুম আপনি গাড়িতে স্পর্শ করে করতে পারবেন না! কেননা গাড়ির ভেতরের অংশে কোন মাটি থাকে না। যার ফলে আপনি গাড়ির ভেতরের কোন অংশে হাত রেখে তায়াম্মুম করলে আপনার অজু হবে না, তাই অবশ্যই গাড়ি থামিয়ে গাড়ির নিচে নেমে রাস্তার যেকোনো ধরনের মাটিতেই আপনার তায়াম্মুম করতে হবে।

তায়াম্মুমের ফরজ কয়টি

প্রিয় পাঠক, তায়াম্মুমের ফরজ তিনটি। এই তায়াম্মুমের মাধ্যমে আমরা বেকারে পরিস্থিতির শিকার হয়ে আমরা তায়াম্মুমের মাধ্যমে অজু করে থাকি। তাই তায়াম্মুমের নিয়ম জানা আমাদের জন্য অতি জরুরী, তাই এই স্টেপে তায়াম্মুম করার সঠিক নিয়ম সম্পর্কে আপনি জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক তায়াম্মুম করার সঠিক নিয়ম সম্পর্কে।

তায়াম্মুম করার নিয়ম নিম্নে দেওয়া হলঃ
  • শুরুতে ওজুর নিয়ত করে, বিসমিল্লাহ বলা।
  • দুই হাত সামনে রেখে মাটিতে স্পর্শ করে হাতে ফু দিয়ে পুরো মুখমণ্ডল মাসেহ করা।
  • দ্বিতীয়বার আবারও দুই হাত সামনে রেখে মাটিতে স্পর্শ করে হাতে ফু দিয়ে ডান হাতের কপচি এবং বাম হাতের কপচি ভালোভাবে মাসেহ করা।

তায়াম্মুমের দোয়া

প্রিয় পাঠক, আপনি কি তায়াম্মুম দোয়া সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলের এই স্টেপে আপনি জানতে পারবেন, তায়াম্মুমের দোয়া সম্পর্কে। তাই চলুন তায়াম্মুমের দোয়া জেনে নেওয়া যাক।

তায়াম্মুম করার পূর্বে কোন নিয়তের দোয়া করা যাবে না, এটা বিদআত! আপনি শুধু তায়াম্মুম করার পূর্বে বিসমিল্লাহ বলে তায়াম্মুম করতে পারেন। এর ব্যতীত আপনি যদি কোন দোয়া পাঠ করেন তাহলে তা বেদায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাই খুব সাবধান।
আপনি নামাজ পড়বেন তার নিয়ত হলো মনে মনে কল্পনা করা। আপনি অজু করবেন তার নিয়ত হল মনে মনে কল্পনা করা আপনি তায়াম্মুম করবেন তার নিয়ত হলো মনে মনে কল্পনা করা। তাই অবশ্যই তায়াম্মুম করার পূর্বে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করতে পারেন তবে এর পূর্বে যে বাড়তি যে নিয়তের দোয়া প্রচলিত রয়েছে তা ঠিক নয়! এই দোয়া থেকে বিরত থাকুন নইলে বেদায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।

তায়াম্মুমের পূর্বে যে দোয়া পড়া যাবে না তা নিম্নে দেওয়া হলঃ

  • নাওয়াতু আন তাইয়াম্মামা লিরাফ, য়িল হাদাসি ও ইস্তিবা হাতিস সালাতি, তাক্কার রুবান ইলাল্লাহ তায়ালা।
অতএব খুব সাবধান নিয়ত মনে মনে কল্পনা করেন আমি নিয়ত যা প্রকাশ্যে কোন দোয়ার মাধ্যমে নিয়ত করতে হয় না এটা বেদাত তাই উপরোক্ত যে দোয়াটি তুলে ধরা হয়েছে এ দোয়া পড়া থেকে বিরত থাকুন।

তায়াম্মুমের ৩ ফরজ

প্রিয় পাঠক, আপনি কি তায়াম্মুমের তিন ফরজ সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলের এই স্টেপ আপনার জন্য। কেননা এই স্টেপে তায়াম্মুম করার সঠিক নিয়ম এবং তায়াম্মুমের তিন ফরজ সম্পর্কে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে তাই চলুন জেনে নেওয়া যাক তাইয়াম্মুমের তিন ফরজ সম্পর্কে।

আমরা অনেকেই জানি যে তায়াম্মুমের ফরজ তিনটি। এই তিনটি ফরজ না মানলে আপনার তায়াম্মুম হবে না, তাই তায়াম্মুমের সঠিক নিয়ম জানা আমাদের জন্য অতি জরুরী একটি বিষয়। তাই চলুন তায়াম্মুম করার নিয়ম জেনে নেই।
  • মনে মনে কল্পনা করা যে আপনি তায়াম্মুম করবেন, বিসমিল্লাহ বলে শুরু করা।
  • দুই হাত সামনে মাটিতে স্পর্শ করে হালকা ঝাড়া দিয়ে সমস্ত মুখ মাসেহ করা।
  • পরবর্তীতে আবারো দুই হাত সামনে মাটিতে স্পর্শ করে আবারো হাত হালকা ঝাড়া দিয়ে দুই হাতের করচি পর্যন্ত ভালোভাবে মাসেহ করা।

তায়াম্মুমের সুন্নত কয়টি

প্রিয় পাঠক, আপনি কি তায়াম্মুমের সুন্নত সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলের এই স্টেপ আপনার জন্য কেননা এই আর্টিকেলের এই স্টেপে উল্লেখ করা হয়েছে তায়াম্মুমের সুন্নত কয়টি এই সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক তাইয়াম্মুমের সুন্নত কয়টি জেনে নেওয়া যাক।

নিম্নে তায়াম্মুমের সুন্নত গুলো উপস্থাপনা করা হলোঃ
  • তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা।
  • মুখমণ্ডল ও হাত মাসেহ করা মাঝখানে কোন বিরতি না করা।
  • মাটির মধ্যে হাত লাগিয়ে হাত আগে পিছে নাড়া চড়া করতে হবে।
  • মাটির উপর হাত মারার পর দুই হাতই হালকা ভাবে ঝারা দেওয়া।
  • মাটির উপরে হাত রাখার সময় আঙ্গুলগুলো খোলা বা ফাঁকা রাখা।

পোস্ট ট্যাগ

গাড়িতে তায়াম্মুমের নিয়ম,তায়াম্মুমের ফরজ কয়টি,তায়াম্মুমের দোয়া,তায়াম্মুমের ৩ ফরজ,তায়াম্মুমের সুন্নত কয়টি।

লেখক এর মন্তব্য

প্রিয় পাঠক, আশা করি এই আর্টিকেল থেকে তায়াম্মুম করার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছে। এরপরেও যদি আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে এই আর্টিকেলের নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মন্তব্য প্রকাশ করবেন ধন্যবাদ।
আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে দিবেন। এত দীর্ঘ সময় ধরে আমাদের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য "ধন্যবাদ"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
\