নগদ একাউন্ট দেখার কোড - নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম
আপনার পছন্দ হতে পারে এমন পোস্ট রয়েছে ক্লিক করুনপ্রিয় পাঠক বৃন্দ, আপনি কি নগদ একাউন্ট দেখার কোড সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে
আপনাকে বলব আপনি একদম সঠিক আর্টিকেলটি ওপেন করেছেন। কেননা এই আর্টিকেলে আমরা নগদ
একাউন্ট দেখার কোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি।
এছাড়াও এই আর্টিকেলে নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম সম্পর্কেও বিস্তারিত
আলোচনা করেছি। তাই আপনারা যদি নগদ একাউন্টের সকল নিয়ম-নীতি সম্পর্কে বিস্তারিত
জানতে চান তবে এই আর্টিকেল মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
পোস্ট সচিপত্রঃ নগদ একাউন্ট দেখার কোড
.
নগদ একাউন্ট দেখার কোড
নগদ একাউন্ট দেখার কোড, আপনি আপনার ফোনের ডায়ালপ্যাডে ডায়াল করেও নগদ
একাউন্ট দেখতে পারেন অথবা আপনি আপনার নগদ অ্যাপস ব্যবহার করেও নগদ একাউন্ট দেখতে
পারবেন। কিন্তু এই স্টেপে আপনাদের দেখাবো কিভাবে নগদ একাউন্ট দেখার কোড ডায়াল
করে নগদ অ্যাকাউন্ট দেখতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই
ডায়াল করে নগদ একাউন্ট দেখা যায় চলুন জেনে নেওয়া যাক।
নগদে একাউন্ট দেখার কোড হলোঃ *১৬৭# এই কোডটি ডায়াল করলে আপনার সামনে নগদ
অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে সিরিয়ালের ৭ নাম্বার হলো আপনার নগদে অ্যাকাউন্ট।
নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম
নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম, আপনি কি জানতে চান? তাহলে এই স্টেপটি আপনার
জন্য কেননা এই স্টেপে নগদ একাউন্টের পিন পরিবর্তন করার নিয়ম তুলে ধরা
হয়েছে। তাহলে চলুন খুব সহজেই নিজেই আপনার ফোন দিয়ে কিভাবে নগদ একাউন্টের পিন
পরিবর্তন করবেন চলুন জেনে নেওয়া যাক।
নগদ একাউন্টের পিন পরিবর্তন করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১৬৭# এই কোডটি
ডায়াল করতে হবে। এবং আপনার সামনে নিম্নে দেওয়া একটি ইন্টারফেস ওপেন হবে। এবং
সিরিয়ালের ৮ নম্বরে Reset PIN ক্লিক করতে হবে।
৮ নম্বর রিসেট পিন দেওয়ার পর আপনার সামনে নিম্নে দেওয়া একটি ইন্টারফেস ওপেন
হবে। এবং আপনাকে চেঞ্জ পিন সিলেট করতে হবে।
এবং আপনাকে নিম্নে দেওয়া ইন্টারফেসে আপনার বর্তমান নগদের ৪ সংখ্যা পিনটি দিতে
হবে।
এবং আপনাকে নিম্নে দেওয়া ইন্টারফেসে ৪ সংখ্যার একটি ইউনিক নতুন পিন দিতে হবে।
আপনার নতুন পিনের ৪ সংখ্যা কনফার্ম করার জন্য আবারো দিতে হবে। তবেই আপনার নতুন
পিনটি কনফার্ম হবে। এবং আপনার সামনে নিম্নে দেওয়া একটি ইন্টারফেস ওপেন হবে।
এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টের পিন খুব সহজে পরিবর্তন
করতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনি কি নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে চান? তাহলে এই স্টেপটি আপনার জন্য কেননা
এই স্টেপে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই
চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে USSD কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখা
যায় চলুন জেনে নেওয়া যাক।
USSD কোড ব্যবহার করে যেভাবে নগদ একাউন্ট দেখবেন তা নিম্নে তুলে ধরা হলোঃ
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে এই 👉*১৬৭# কোডটি ডায়াল করতে হবে।
- দ্বিতীয় অপশনে আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে সেখান থেকে সিরিয়ালের👉 ৭ নম্বর অপশনে My Nagad 👈ক্লিক করতে হবে।
- তৃতীয় অপশনে সিরিয়ালের👉 ১ নাম্বার অপশনে Balance Enquiry 👈ক্লিক করতে হবে।
- চতুর্থ অপশনে আপনাকে আপনার নগদের ৪ সংখ্যার পিন নম্বরটি দিতে হবে।
- এবং সর্বশেষ পঞ্চম অপশনে আপনি আপনার নগদের মেইন ব্যালেন্সটি দেখতে পারবেন।
উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই যেকোন ব্র্যান্ডের মোবাইল ফোন দিয়ে
খুব সহজেই আপনি নিজেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়াও আপনি
অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব সহজেই নগদ অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই আপনি পিন
নম্বর দিয়ে আপনার নগদের ব্যালেন্স দেখতে পারবেন।
নগদ একাউন্ট দেখার কোড
আপনি কি নগদে একাউন্ট দেখার কোড সম্পর্কে জানতে চান। তাহলে এই স্টেপটি আপনার জন্য
কেননা এই স্টেপে নগদ একাউন্ট দেখার কোড তুলে ধরা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া
যাক USSD কোড ব্যবহার করে খুব সহজে কিভাবে নিজের মোবাইল দিয়ে নগদ একাউন্ট কোড
ডায়াল করে খুব সহজেই নগদ একাউন্ট দেখতে পারবেন চলুন জেনে নেওয়া যাক।
নগদ একাউন্ট দেখার USSD কোড হচ্ছে *১৬৭# আপনার মোবাইলের ডায়াল প্যাডে এই কোডটি
ডায়াল করলে আপনি আপনার নগর অ্যাকাউন্ট দেখতে পারবেন। এবং আপনার নগদ একাউন্টের
ব্যালেন্স চেক করতে পারবেন এবং আপনি খুব সহজেই লেন-দেন করতে পারবেন আপনার নগদ
একাউন্টে দিয়ে।
নগদ একাউন্ট খোলার নিয়ম
আপনি কি নতুন অবস্থায় নতুন আইডি কার্ড দিয়ে আপনি কি একটি নগদ একাউন্ট খুলতে
চান। তাহলে এই স্টেপটি আপনার জন্য কেননা এই স্টেপে নতুন অবস্থায় খুব সহজেই নিজে
নিজে খুব সহজে কিভাবে নগদ একাউন্ট খুলবেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হয়েছে এই স্টেপে। তাহলে চলুন খুব সহজেই কিভাবে নিজের স্মার্টফোন দিয়ে নগদ
একাউন্ট খুলবেন চলুন জেনে নেওয়া যাক।
তার পূর্বে অবশ্যই একটি সতর্কবার্তা সেটি হল আপনি নগদ একাউন্ট ব্যবহার করার পর
যদি কেউ ফোন দিয়ে বলে আপনার এই নাম্বারে একটি ওটিপি যাবে বা পাসওয়ার্ড চাবে বা
বিভিন্ন ধরনের ধান্দা করে আপনার নগদ একাউন্টের ওটিপি চাইবে আপনি কখনোই আপনার নগদ
একাউন্টের ওটিপি অথবা পাসওয়ার্ড চাইলে কখনোই দিবেন না। কেননা নগদ কোম্পানি কখনোই
কারো কাছ থেকে ওটিপি চাইবেনা অথবা পাসওয়ার্ড চাইবে না। তাই প্রতারক থেকে সাবধান
থাকবে। তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে
নেওয়া যাক।
নতুন অবস্থার নগদ একাউন্ট খোলার পদ্ধতি নিম্নে তুলে ধরা হলোঃ
- নগদে একাউন্ট খোলার জন্য আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে এবং স্মার্টফোন দিয়ে একাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল প্লেস্টোরি ওপেন করতে হবে এবং আপনাকে লিখতে হবে Nagad লিখে সার্চ করতে হবে। এবং সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নগদের অফিসিয়াল অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে নগদের অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
- নগদ অ্যাপস ওপেন করার পর আপনার সামনে নগদের অ্যাপস ওপেন হবে এবং আপনাকে স্বাগতম জানিয়ে বলবে নতুন অ্যাকাউন্ট খুলুন। নতুন একাউন্টে ক্লিক করে তাদের কিছু অফিশিয়াল নীতিমালা রয়েছে সেগুলো ভালোভাবে পড়ে নিবেন। এবং তাদের নীতিমালার সাথে যদি আপনি একমত পোষণ করেন তাহলে ✔ টিক মার্ক দিয়ে সম্মত অপশনে ক্লিক করবেন।
- এবং আপনাকে পরবর্তী একটি অপশনে নিয়ে আসবে এবং আপনি যে নাম্বারে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নম্বরটি দিয়ে দিবেন, এবং পরবর্তী ধাপে ক্লিক করবেন।
- এরপর আপনার কাছে মোবাইল অপারেটর, বা আপনার বর্তমান মোবাইল নাম্বারটি নির্বাচন করুন। এবং আপনি যে নাম্বারটি নগদ একাউন্ট খোলার সময় দিয়েছেন সেটা টেলিগ্রাম, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক। যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটি সিলেক্ট করবেন। এবং পরবর্তী ধাপে ক্লিক করবেন।
- এবং আপনার কাছে পরবর্তী ধাপ নিয়ে আসবে, আপনার নগদ অ্যাকাউন্ট টাই সিলেক্ট করুন। দুইটি অ্যাকাউন্ট রয়েছে রেগুলার একাউন্ট এবং ইসলামিক একাউন্ট তো আপনি যে একাউন্ট চান সেই একাউন্টে সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করবেন।
- এরপরে আপনাকে নতুন একটি ধাপে নিয়ে আসবে, এবং আপনাকে বলবে আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশ ক্যামেরার মাধ্যমে স্ক্যান করুন এবং সামনের অংশ হয়ে গেলে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশ ক্যামেরার মাধ্যমে স্ক্যান করুন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার ক্যামেরার সামনে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি ক্লিয়ার যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং পরবর্তী ধাপে ক্লিক করবেন।
- আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে এবং আপনার এনআইডি কার্ডের সমস্ত ঠিকানা প্রসেস করবে এবং আপনার সামনে সমস্ত ঠিকানার লিস্ট চলে আসবে। আপনি ভালোভাবে দেখে আপনার সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন আর যদি ভুল-ভাল ইনফরমেশন চলে আসে তাহলে ব্যাক করে আইডি কার্ডের ছবি আবারো সুন্দর ভাবে স্পষ্ট করে স্ক্যান করবেন তাহলে আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক চলে আসবে। এবং পরবর্তীতে ক্লিক করবেন।
- পরবর্তী ধাপে আপনি পুরুষ না মহিলা চাইবে, আপনার লেনদেনের উদ্দেশ্য কি চাইবে, পেশা কি চাইবে, মুনাফা গৃহিতা অ্যাকাউন্ট হ্যাঁ, কি না, চাইবে। এগুলোর সমস্ত ইনফরমেশন দিয়ে, পরবর্তী ধাপে ক্লিক করবেন।
- এবং আপনার সামনে আপনার ফেসের ছবি চাইবে অবশ্যই আপনি আপনার চোখে চশমা থাকলে খুলে ফেলবেন। কেননা খালি মুখ ছাড়া আপনার ছবি সিলেক্ট করবেনা এবং আপনাকে খালি মুখে ক্যামেরার মধ্যে সমস্ত মুখমণ্ডল রাখতে হবে। খেয়াল রাখবেন আপনার ফেস তোলার সময় চারপাশে যেন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে নয়তো আপনার ফেস নেবে না। আপনি ক্যামেরার মধ্যে সমস্ত মুখমন্ডল যাতে করে স্পষ্ট হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং চোখের কয়েকবার পলক ফেলবেন তাহলেই আপনার ছবি নিয়ে নিবে। নিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে।
- পরবর্তী ধাপে আপনার আপনার এসআই মার প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে তাহলে ছবি তুলে দিবেন। তো এটা কেমন দরকার হয় না তো আপনি এটা এড়িয়ে যাবেন এবং স্কিপ করুন অপশনে ক্লিক করবেন।
- এবং পরবর্তী ধাপে আপনার নগদের কিছু শর্তাবলী রয়েছে সেগুলো শর্তগুলির সাথে আপনি একমত পোষণ থাকলে টিক ✔ মার্ক দিয়ে নগদের শর্তগুলোর সাথে একমত পোষণ করতে হবে। এবং আপনার এন আইডি কার্ডের উপরে যে স্বাক্ষর দিয়েছিলেন সেম ভাবে স্বাক্ষর করুন অপশনে আপনার স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরটি যদি ভুল হয় তাহলে মুছে ফেলুন অপশনে ক্লিক করবেন এবং নতুন করে স্বাক্ষর করে দিবেন। এবং পরবর্তী ক্লিক করবেন।
- পরবর্তী অপশনে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে নাকি তা দেখাবে যদি সঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে ক্লিক করবেন।
- আবারো আপনার কাছে পরবর্তী ডকুমেন্টস দেখাবে আপনি পরবর্তী ধাপে আবারো ক্লিক করবেন।
- পরবর্তী ধাপে আপনাকে নিয়ে আসবে আপনি যে সিমে নগদ একাউন্ট খুলছেন সেই সিম অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে কেননা অটো ভেরিফিকেশন আপনার সিম থেকে আপনার মোবাইলে ভেরিফিকেশন হবে।
- ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে ৪ সংখ্যার একটি পিন নম্বর চাইবে আপনি একটি ৪ সংখ্যার পিন নম্বর দিবেন। এবং নিচে পুনরায় একই পিন দিয়ে দিতে হবে। এবং সাবমিট করতে হবে।
- এবং আপনার পিনটি দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং আপনার সামনে আপনার নতুন নগদ একাউন্টটি ওপেন হয়ে যাবে।
এ সকল পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই নিজেই নগদ একাউন্ট খুলতে পারবেন।
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
অনেক ছাত্রছাত্রী স্কুল কলেজ থেকে উপবৃত্তির টাকা অথবা প্রাইমারির টাকা পেয়ে
থাকে যা সবাই নগদে পেয়ে থাকে। কিন্তু অনেকেই নগদে উপবৃত্তির টাকা এসেছে কি না তা
অনেকেই দেখতে পারে না, তাদের উদ্দেশ্যেই এই স্টেপটিতে আলোচনা করা হয়েছে কিভাবে
খুব সহজেই মোবাইল ফোন দিয়ে নগদ একাউন্টে উপবৃত্তির টাকা দেখবেন তার নিয়ম তুলে
ধরা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে আপনি খুব সহজেই নিজেই নিজের
মোবাইল দিয়ে খুব সহজেই কিভাবে উপবৃত্তির টাকা দেখবেন চলুন জেনে নেওয়া যাক।
উপবৃত্তির টাকা দেখার জন্য আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে দেখবেন উপবৃত্তি টাকা
এসেছে কি না তা দেখে নিবেন। যদি কোন অবস্থায় আপনার উপবৃত্তির টাকার মেসেজটি আপনি
যদি দেখতে না পান বা ডিলিট যদি হয়ে যায় তাহলে আপনাকে অন্য পদ্ধতি অবলম্বন করে
উপবৃত্তি টাকা দেখতে হবে।
তার জন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে যেতে হবে এবং আপনাকে ডায়াল করতে হবে
*১৬৭# কোডটি তুলে আপনার যে নম্বরে নগদ একাউন্ট খোলা আছে ঠিক সেই নাম্বার দিয়ে কল
দিয়ে দিবেন। তাহলে নিম্নে দেওয়া ইন্টারফটি ওপেন হবে।
উপরোক্ত ইন্টারফেসটি ওপেন হলে 7 লিখে লিখে My Nagad লিখে SEND করে দিলে নিম্নে
দেওয়া ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হবে।
উপরোক্ত ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হলে Balance Enquiry ১ নাম্বারটি সিলেক্ট
করে SEND ক্লিক করতে হবে। এবং আপনার সামনে নিম্নে দেওয়া ইন্টারফেসটি ওপেন হবে।
উপরোক্ত ইন্টারফেসটি আপনার সামনে ওপেন হলে আপনার বর্তমান নগদের ৪ সংখ্যার পিন
দিয়ে SEND ক্লিক করতে হবে। এবং নিম্নে দেওয়া ইন্টারফেস্টি আপনার সামনে ওপেন
হবে।
যদি সত্যিকার অর্থে উপবৃত্তি টাকা আপনার নগদ একাউন্টে চলে আসে তাহলে উপরোক্ত
ব্যালেন্সের জায়গায় উপবৃত্তির টাকার পরিমাণ দেখাবে।
এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই যে কোন উপবৃত্তি টাকা আপনার নগদ একাউন্টে
কোড ডায়াল করে খুব সহজেই দেখতে পারবেন।
নগদ একাউন্ট নাম দেখার নিয়ম
আপনার নগদ একাউন্ট কার নামে খোলা তা কি আপনি দেখতে চান? তাহলে এই স্টেপটি আপনার
জন্য কেননা এই স্টেপে নগদ একাউন্ট কার নামে খোলা রয়েছে তা সম্পর্কে বিস্তারিত
জানতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আপনার নগদ একাউন্টটি
কার নামে খোলা রয়েছে তা কিভাবে দেখবেন চলুন জেনে নেওয়া যাক।
অনেকের নতুন সিম কিনে নগদে একাউন্ট খুলতে গেলে অনেক সময় দেখা যায় যে এই সিম
দিয়ে অন্য কারো নাম দিয়ে খোলা হয়েছিল তো সেই কারণে পিন রিসেট করতে চাইলে রিসেট
করা যায় না এর মূল কারণ হলো কার নামে খোলা রয়েছে তার নাম না জানার কারণে। তো
আপনাদের এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসের
মাধ্যমে খুব সহজেই যে ব্যক্তির নামে নগদ একাউন্ট খোলা রয়েছে তা খুব সহজেই জানতে
পারবেন।
তার জন্য আপনাকে গুগল প্লেস্টোরে গিয়ে এই👉CellFIN
👈 লিখে সার্চ করে সেলফিনের অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে সেলফি অ্যাপসে নতুন
একটি অ্যাকাউন্ট খুলে নিবেন।
CellFin অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে আপনার সেলফিন অ্যাপসের ৬ ডিজিটের পিন
নম্বরটি দিয়ে LogIn অপশনে ক্লিক করতে হবে। এবং আপনার সামনে নিম্নে দেওয়া
ইন্টারফেসটি ওপেন হবে।
এবং আপনাকে উপরোক্ত ছবি দেখানোর নিয়মে Fund Transfer অপশনে ক্লিক করতে হবে। এবং
আপনার সামনে নিম্নে দেওয়া একটি ইন্টারফেস ওপেন হবে।
যেহেতু আমরা নগদদের মাধ্যমে নগদে একাউন্টটি আইডেন্টিফাই করার চেষ্টা করব তাই আমরা
নগদ একাউন্টটি সিলেক্ট করব। এবং পরবর্তী ধাপে আপনার নাম্বার চাইবে আপনি যে কোন
অপারেটর নাম্বারটি দিতে পারেন যেমন গ্রামীণফোন, এয়ারটেল, রবি, বাংলালিংক যেকোনো
নাম্বার আপনি দিয়ে দিতে পারেন। নাম্বারটি দিয়ে Next ক্লিক করবেন। এবং আপনার
সামনে নিম্নে দেওয়া একটি ইন্টারফেস ওপেন হবে।
এই পদ্ধতি অবলম্বন করলে আপনি খুব সহজেই কার নাম দিয়ে আপনার নাম্বারে নগদ একাউন্ট
খোলা রয়েছে তা খুব সহজেই দেখতে পারবেন। তো আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে কার
নামে একাউন্ট খোলা রয়েছে দেখতে চান তাহলে আপনার আইডি কার্ড দিয়ে সেলফিন
অ্যাপসটি এখনই লগইন করে নিন এবং কার নামে নগদ একাউন্ট খোলা রয়েছে তা দেখে নিন।
বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম
আপনি কি বাটন ফোনে নগদে টাকা দেখার নিয়ম জানতে চান? তাহলে এই স্টেপটি আপনার
জন্য। কেননা এই স্টেপে আমরা আলোচনা করেছি কিভাবে বাটন ফোন দিয়ে নগদ একাউন্টে
টাকা দেখবেন তা তুলে ধরা হয়েছে। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে
খুব সহজে বাটন ফোন দিয়ে নগদ একাউন্টে কত টাকা আছে কিভাবে দেখবেন চলুন জেনে
নেওয়া যাক।
বাটন ফোন দিয়ে নগদে টাকা দেখার জন্য একটি কোড ডায়াল করতে হবে কোড হলোটি হলো
*১৬৭# এই কোডটি ডায়াল করতে হবে। এবং আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি
নিচের দিক টান দিলে দেখতে পাবেন ৭ নাম্বারে My Nagad রয়েছে আপনি জাস্ট 7 লিখে
ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে সিরিয়ালের ১
নম্বরে রয়েছে Balance আপনি জাস্ট 1 তুলে ক্লিক করবেন অবশ্যই ইংরেজি অক্ষর দিয়ে।
ব্যালেন্সে ক্লিক করার পর আপনার সামনে Enter PIN চাইবে আপনি জাস্ট মাঝখানে ক্লিক
করে আপনার নগদের যে ৪ সংখ্যার পিন নম্বরটি রয়েছে আপনি দিয়ে জাস্ট মাঝখানে ক্লিক
করবেন। তাহলে আপনার নগদে কত টাকা ব্যালেন্স রয়েছে আপনি দেখতে পারবেন।
এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই বাটন ফোনে আপনার নগদ একাউন্টে কত টাকা
রয়েছে আপনি খুব সহজেই দেখতে পারবেন।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি এই আর্টিকেল থেকে নগদ একাউন্ট দেখার কোড এবং নগদে একাউন্টের
পিন পরিবর্তনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, এবং উপকৃত হয়েছে।
এরপরেও যদি আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে এই আর্টিকেলের নিচে
দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার মন্তব্য প্রকাশ করবেন "ধন্যবাদ"
আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই
আপনি আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে দিবেন। এত দীর্ঘ সময়
ধরে আমাদের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url