মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি? বিস্তারিত জেনে নিন
প্রিয় পাঠক, আপনি কি মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি তা সম্পর্কে
বিস্তারিত জানতে চান? তাহলে আপনি একদম সঠিক আর্টিকেলটি ওপেন করেছেন। কেননা এই
আর্টিকেলে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে।
এছাড়াও মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম কাজ ও ছবিসহ তুলে ধরা হয়েছে। তাই আপনি
যদি এই আর্টিকেলের প্রত্যেকটি স্টেপ ধরে ধরে শেষ পর্যন্ত পড়েন তবে মানব দেহের
বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নাম ও কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পোস্ট সূচিপত্রঃ মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ
.
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ
আমরা যেহেতু মানুষ তাই অবশ্যই মানব দেহের প্রতিটি অঙ্গের নাম ও কাজ জানা আমাদের
উচিত। কেননা মানব দেহের প্রতিটি অঙ্গের একটি অঙ্গ সঠিক ভাবে কাজ না করলে
প্রতিবন্ধী বা সমস্যা বলে ধরা হয়। তাই আজকের এই স্টেপে মানব দেহের বিভিন্ন
অঙ্গের নাম ও কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে চলুন মানব দেহের
বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক।
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ নিম্নে তুলে ধরা হলোঃ
- মানুষের মস্তিষ্ক বা ব্রেনঃ মানব দেহের মস্তিষ্ক বা ব্রেনকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমত অগ্র-মস্তিষ্ক, দ্বিতীয়ত মধ্য-মস্তিষ্ক, ও তৃতীয় পশ্চাৎ-মস্তিষ্ক।
- অগ্র-মস্তিষ্ক কিঃ মানব দেহের অনুভূতি, চিন্তা-চেতনা, স্মৃতি, জ্ঞান, ইচ্ছা-অনিচ্ছা, কথাবলা-নাবলা, পেশির কার্যকলাপ, দেহ নড়াচড়া, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি সহ অগ্র-মস্তিষ্ক কাজ করে থাকে।
- মধ্য-মস্তিষ্ক কিঃ মধ্য মস্তিষ্ক হলো কোন কিছু শোনা ও দেখার ক্ষেত্রে মধ্য-মস্তিষ্ক বিশেষ ভূমিকা পালন করে। এবং এটি অগ্র-মস্তিষ্ক ও পশ্চাৎ-মস্তিষ্কের মধ্যে যোগসূত্র তৈরি করতে সাহায্য করে।
- পশ্চাৎ মস্তিষ্ক কিঃ পশ্চাৎ-মস্তিষ্ক দেহের পেশি চলাচলের সমন্বয় ও দেহের ভারসাম্য বজায় রাখে। দৌড়াদৌড়ি লাফালাফি কাজে পশ্চাৎ-মস্তিষ্ক কাজ করে থাকে। এছাড়াও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চলমান প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, সঠিকভাবে খাদ্য গিলে ফেলা, হৃৎপিণ্ড, ফুসফুস, ইত্যাদি কিছু কাজ নিয়ন্ত্রণ করে পশ্চাৎ-মস্তিষ্ক।
- মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল চোখঃ চোখ আমাদের দুনিয়ার আলোময় সমস্ত কিছুর দৃষ্টি দেখাতে বিশেষ ভূমিকা পালন করে। মানব দেহের চোখ মূলত কনজাংটিভা, কর্নিয়া, আইরিশ, লেন্স বা চোখের মনি, সেক্লরা, কোরয়েড ও রেটিনা দ্বারা চোখ গঠিত। আর এই চোখ শুধুমাত্র আলোর উপস্থিতি-অনুপস্থিতি পার্থক্য বুঝতে ও করতে পারে।
- মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কানঃ মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কান যার মাধ্যমে মানুষ বিভিন্ন জিনিসের শব্দ শুনতে পায় ও অনুভব করতে পারে।
- মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো নাকঃ মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো নাক। যার মাধ্যমে মানুষ শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে বেঁচে থাকে।
- মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হৃদপিণ্ডঃ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃৎপিণ্ড। দেহের মধ্যে হৃদপিণ্ড ফুসফুসের মাঝে অবস্থান করে। দেহের বিভিন্ন অংশ থেকে কার্বনডাই-অক্সাইড বের করে হৃদপিন্ডের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এবং কি হৃৎপিণ্ড প্রায় মিনিটে ৭২ বার পাম্প করে থাকে যার ফলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক পর্যায়ে থাকে এবং একটি মানুষ বেঁচে থাকে।
- মানব দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো ফুসফুসঃ ফুসফুস সকল প্রাণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার মাধ্যমে মানুষ শ্বাস-প্রশ্বাস নিতে পারে ও ত্যাগ করতে পারে। গুরুত্বপূর্ণ এই অঙ্গটির কাজ হলো প্রকৃতি থেকে বাতাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে রক্ত প্রবাহে নেওয়া এবং রক্ত প্রবাহ থেকে কার্বনডাই-অক্সাইড বাতাসের মাধ্যমে বের করে দেওয়া।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো পাকস্থলীঃ পাকস্থলের শক্তিশালী পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যগুলোকে ডাস্ট করে পিষে ফেলেন। একজন পূর্ণবান মানুষ তার পাকস্থলীতে দুই থেকে তিন লিটারের মতো খাদ্য জমিয়ে রাখতে পারে। প্রয়োজনীয় শর্করা ও স্নেহ উপাদান পাকস্থলীতে পরিপাক হয় না। আমিষ জাতীয় খাদ্য পাকস্থলী খুব ভালোভাবে পরিপাক করতে বিশেষ ভূমিকা পালন করে পাকস্থলী।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো শিরাঃ মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো শিরা যার কাজ হলো দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত প্রবাহ করে হৃদপিণ্ডের মধ্যে প্রবেশ করায়। শিরা দেহের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে যার ফলে ফুসফুস শিরা অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ করতে পারে।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো যকৃত বা কলিজাঃ আমরা অনেকেই যকৃত বা কলিজা বলে থাকি। যাই হোক কলিজা বা যকৃত আমাদের শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও অসুখ ও বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। মানব শরীর থেকে ক্ষতিকর টক্সিক পদার্থ বের করে দেয় এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে ও পিত্তরস নির্গত করে থাকে যকৃত বা কলিজা।
- মানবদেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো মাথা বা মাথার খুলিঃ ২২ টি হাড় দ্বারা খুলি গঠিত করা হয়েছে। যা আমাদের মুখের আকার আকৃতি ধরে রাখে এবং যেকোন আঘাত থেকে মস্তিষ্ককে রক্ষা করে থাকে মাথা বা খুলি।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো মুত্রাশয়ঃ মানবদেহের অতি গুরুত্বপূর্ণ হলো কিডনি যা মানব দেহের রক্তকে পরিশোধিত করে মূত্রের সৃষ্টি হয়। এবং সেই তৈরি করা মূত্র মানব দেহের মুত্রাশয়ে পাঠিয়ে দেয়। মূত্রাশয় এমন একটি অঙ্গ যা নির্দিষ্ট পরিমাণে মূত্র জমা হলেই মস্তিষ্কে সংকেত পাঠা, ঠিক তখনই মুত্রাচাপের সৃষ্টি হয় এবং প্রস্রাব হয়।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনিঃ কিডনি সাধারণত মানব শরীর থেকে প্রয়োজনীয় পদার্থ মুত্রা হিসেবে শরীর থেকে বের করে রক্ত পরিশোধিত করতে সাহায্য করে। এছাড়াও শরীরের ক্ষার ও অম্লের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিডনির কাজ হলো মানব দেহে প্রয়োজনীয় পানি ধরে রেখে এবং অতিরিক্ত পানি মানব শরীর থেকে মুত্র দ্বারা বের করে দেয়।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হাড়ঃ হাড় এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষ হেঁটে চলতে পারে বা বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এক কথায় হাড় বিহীন মানুষ একদম অচল হয়ে পড়বে। যার ফলে মানব শরীরে হাড়ের অবদান অনেক।
- মানব দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো অন্ত্রঃ অন্ত্র বলে সাধারণত পাকস্থলী থেকে বায়ুনালি পর্যন্ত লম্বা পেচানো নারীকে অন্ত্র বলে থাকে। যার কাজ হলো পরিপাক তন্ত্রের আচরণ নিয়ন্ত্রণ করা। আর এই অন্ত্রোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত বৃহতন্ত্র দ্বিতীয়ত ক্ষুদ্রান্ত্র।
- বৃহতন্ত্রের কাজ কিঃ বৃহদন্ত্র প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা সময়ের মধ্যে খাদ্য হজম করে বৃহতন্ত্র দ্বারা মল তৈরি করে।
- ক্ষুদ্রান্ত্রে কাজ কিঃ ক্ষুদ্রান্ত্রের কাজ হলো খাদ্য থেকে পানি ও ভিটামিন এবং খনিজ লবণ শোষণ করা। এছাড়াও শর্করা ও প্রোটিন এর সরল অংশ রক্ত প্রবাহে এবং ফ্যাট সরল অংশ লসিকা প্রবাহে প্রবেশ করাতে সাহায্য করে ক্ষুদ্রান্ত্র।
এই পর্যন্ত মানব শরীর নিয়ে যেগুলো অঙ্গ-প্রতঙ্গের কথা বললাম সবগুলোই অতি
গুরুত্বপূর্ণ যার একটি ছাড়া মানুষ কখনোই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে
না। তাই অবশ্যই এগুলো অঙ্গ-পতঙ্গের সঠিক মর্যাদা রাখবেন।
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও ছবি
মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম নিম্ন তুলে ধরা হলোঃ
- ইংরেজি ও তার বাংলা
- Body - শরীর
- Head - মাথা
- Neck - ঘাড়
- Nose - নাক
- Nostril - নাকের ছিদ্র
- Mouth - মুখ
- Lip - ঠোঁট
- Rib - পাঁজর
- Backbone - মেরুদন্ড
- Bone - হাড় / অস্থি
- Brain - মস্তিষ্ক / মগজ
- Heart - হৃদপিণ্ড
- Muscle - মাংসপেশী
- Vein - সিরা / রেখা
- Skull - মাথার খুলি
- Trachea - শ্বাসনালী
- Stomach - পাকস্থলী
- Bladder - মুত্রাশয়
- Bowels - নারী-ভুরি
- Anus - পায়ু / মালদ্বার
- Kidney - মূত্রগ্রন্থী
- Lung - ফুসফুস
- Blood - রক্ত
- Eye - চোখ
- Nose - নাক
- Hand - হাত
- Plam - হাতের তালু
- Nail - নখ
- Finger - আঙ্গুল
- Mouth - মুখ
- Throat / Neck - গোলা
- Hair - চুল
- Ear - কান
- Tooth - দাঁত
- Head - মাথা
- Tongue - জীভ
- Belly - পেট
- Leg - পা
- Foot - পায়ের পাতা
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি এই আর্টিকেল থেকে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ কি?
তা জানতে পেরেছেন, এবং উপকৃত হয়েছেন। এরপরেও যদি আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা
থেকে থাকে তাহলে এই আর্টিকেলের নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার
মন্তব্য প্রকাশ করবেন।
আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনারা যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন। তাহলে
অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার দিয়ে পৌঁছে দিবেন। এত
দীর্ঘ সময় ধরে আমাদের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য
"ধন্যবাদ"।
ইমরান এ আই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url